বুধবার, ০৪ নভেম্বর, ২০১৫, ০৬:৩২:৫৯

কোন চারটি খাবার খেলে আপনার চুল থাকবে সুন্দর?

কোন চারটি খাবার খেলে আপনার চুল থাকবে সুন্দর?

এক্সক্লুসিভ ডেস্ক : শীত কড়া নাড়ছে দরজায়। এখনই চুলও রুক্ষ হতে শুরু করেছে। কি করে রুক্ষতা থেকে নিজের সুন্দর চুল কে রক্ষা করবেন? এমন চারটি খাবার আছে যা আপনার চুলকে রাখবে সুন্দর। চুলের স্বাস্থ্য বজায় রাখবে। জেনে নিন চারটি খাবারের নাম যা আপনার হাতের নাগালেই পাওয়া যাবে। পালং শাক : ১) পালং শাকে রয়েছে প্রচুর আয়রন। যা চুলকে বেড়ে উঠতে সাহায্য করে৷ ২) পালং শাক খেলে চুলে অক্সিজেন পৌঁছয় তাড়াতাড়ি৷ ডিম : ১) ভিটামিনে ভরপুর ডিম চুলের স্বাস্থের জন্য খুবই ভালো৷ ২) খাওয়ার পাশাপাশি ডিম মাথাতে লাগাতেও পারেন। এতে চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া বন্ধ হবে৷ ক্যাপসিকাম : ১) ক্যাপসিকামে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে৷ যা চুলের ভালো স্বাস্থ্যের অন্যতম উপাদান। ২) ভিটামিন সিয়ের ঘাটতির হলে চুল রুক্ষ হয়ে যায় ও চুল তাড়াতাড়ি পড়ে যায়৷ ডাল : ১) যে কোনও ধরনের ডাল আয়রন ও প্রেটিনের একটি গুরুত্বপূর্ণ উৎস৷ ২) চুল ভাল রাখতে প্রতিদিন মেনুতে ডাল রাখুন। ৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এম ইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে