একই আকাশে দুই সূর্য মুখোমুখি!
এক্সক্লুসিভ ডেস্ক : সকালে ঘুম ভেঙে যদি আপনি দেখেন যে, একই আকাশে দু’টি সূর্য (!) তখন নিশ্চয় ভিমরি খাবেন? আর সেই সাথে মুহুর্তের মধ্যে আশপাশের সকলকে ঘটনাটি বর্ণণা করতেও ভুল করবেন না। তাই তো? অবশ্য এমনটাই স্বাভাবিক।
তাই বলে আকাশে একসঙ্গে দুই সূর্য? এমন দৃশ্য বুঝি কেউ কষ্মিনকালেও দেখেনি, শোনেনি। তাই প্রশ্নটা কিন্তু সকলের মাঝেই ঘুরপাক খাবে। তবে ঘটনা সত্যি। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাবাসীদের ঘুম ভাঙল এভাবেই দু’টি সূর্য় দেখে।
এ যে সত্যিই মিরাকল। এই ঘটনাকে বলা হয় হানটারস মুন। সূর্যের কক্ষপথ পরিবর্তনের ফলে যদি সূর্যোদয়ের সময় আর চাঁদ অস্ত যাওয়ার সময় এক হয়ে যায়, এবং চাঁদ ও সূর্য ঠিক একে অপরের বিপরীতে থাকে তবেই এমন ঘটনা ঘটে। অর্থাৎ ঘটনাটা আসলে চাঁদ-সূর্য মুখোমুখি। কিন্তু বিশেষ কোন বা ডিগ্রিতে থাকার কারণে চাঁদ সূর্যকে এত জোরালো ভাবে প্রতিফলিত করে যে মনে হয় আকাশের দু’পাশে যেন দু’টো সূর্য। প্রায় দু’দিন এই অবস্থানে থাকে চাঁদ-সূর্য।
৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�