ইন্টারনেট ঘেঁটে পাত্র খোঁজে যে দেশের মেয়েরা
এক্সক্লুসিভ ডেস্ক : কথিত আছে লজ্জা নাকি নারীর ভূষণ! সত্যিই কি এই ভূষণ নিজের গায়ে চাপিয়ে রাখতে ভালোবাসেন ভারতীয় নারীরা? অন্য দেশের মেয়েদের মতো ভারতীয় মেয়েরা নাকি অনেক বেশি লাজুক হয়।
একবিংশ শতাব্দীতে ভারতীয় মেয়েদের লাজুক বললে ভুল বলা হবে। শুধুমাত্র একবিংশ কেন সেই মহারাজদের সময় থেকে বিয়ের জন্য পাত্র পছন্দের বিষয়টা কিন্তু থাকতো রাজকুমারীদের হাতেই। সেই প্রথাই চলছে এখনো। তবে সেই প্রথা এখন আধুনিকতার ছোঁয়ায়। যারপরণায় এখন ভারতীয় মেয়েরা পাত্র পছন্দ করে ইন্টারনেট ঘেঁটে।
এই তো গেল ছেলে পছন্দ করার কথা। ছেলে পছন্দ হওয়ার পর দেখা যাক কেমনভাবে তারা তাদের সম্পর্ককে বজায় রাখে। ছেলেদের মতো মেয়েরাও এখন অন্যরকম চ্যাট করতেও পিছপা হন না।
নিজের বয়ফ্রেন্ড বা হবু বরের সঙ্গে দেদার চলে ভিডিও চ্যাট। তবে এই ভিডিও চ্যাট করতে গিয়ে অনেক সময় ফাঁদে পড়ে যায় মেয়েরা। এই চ্যাটগুলোকে আবার বেশ উপভোগ করেন অনেকেই।
৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�