আর ভাঙবে না স্মার্টফোনের ডিসপ্লে
আর ভাঙবে না স্মার্টফোনের ডিসপ্লে
এক্সক্লুসিভ ডেস্ক : সাধারতন স্মার্টফোন ব্যবহারকারীরা সবসময়ই আতঙ্কে থাকেন কখন না ফোনটা হাত থেকে পড়ে যায়। পড়লেই ডিসপ্লে শেষ! এবার হয়ত স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে ভাবার দিন শেষ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জাপানের বিজ্ঞানীরা এক ধরনের শক্ত কাঁচ উদ্ভাবন করেছেন । যা সহজে ভাঙবে না। এ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে তৈরি ওই আল্ট্রা-হার্ড কাঁচ বর্তমানে ব্যবহৃত কাঁচের চেয়ে অনেক বেশি শক্ত।
বিজ্ঞানীরা বলেছেন, এই কাঁচের স্থায়িত্ব অন্যান্য সব কাঁচের তুলনায় অনেক বেশি। এটা ভবনের জানালা, গাড়ি ও স্মার্টফোনের ডিসপ্লেতেও ব্যবহার করা যাবে।
টোকিও বিশ্ববিদ্যালয় ও জাপানস সিনক্রোট্রন র্যাডিয়েশন রিসার্চ ইনস্টিটিউটের একটি দল গবেষণা করে এই কাঁচ উদ্ভাবন করেছে।
অক্সাইড গ্লাস ক্যাটাগরিভুক্ত ওই কাঁচের মূল উপাদান সিলিকন ডাইঅক্সাইড। তবে কাঁচটিকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার মূল কাজটি করে এ্যালুমিনা। শিগগিরই বাণিজ্যিকভাবে এই রংহীন কাঁচের বিপণন শুরু হবে।
৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ
�