এক্সক্লুসিভ ডেস্ক: ভালোবাসার টানে সূদুর আমেরিকা থেকে বাংলাদেশে এসে ঘর বেধেছিলেন আমেরিকান সুন্দরী কন্যা মেনডি কুসার। ৩৯ বছর বয়স্ক মেন্ডি নারায়নগঞ্জের ফারহান আরমানকে (৩০) কে বিয়ে করে সংসারও শুরু করেছিলেন।
কিন্তু কথায় আছেনা, অভাব যখন আসে তখন দরজা বন্ধ থাকলেও ভালোবাসা পালায় জানালা দিয়ে। সেটাই হল আরমান- মেনডির সংসারে। তাদের সংসার টিকল মোটে ৮ মাস। সংসারে অভাব অনটনের কারনে এবার ভালোবাসার মানুষকে ছেড়ে নিজ দেশেই ফিরে যাচ্ছেন মেনডি।
জানা যায়, বিয়ের পর থেকেই অভাবের সংসারে মানিয়ে নিতে পারছিলনা আমেরিকান কন্যা। আর অভাব অনটনের কারনে কলহ লেগেই থাকত তাদের সংসারে। আর তারই পরিসমাপ্তি হল এবার দুজনের ছিন্ন হওয়ার মধ্যদিয়ে।
তিন বছর আগে ফেসবুকে তাদের পরিচয় হয়েছিল। সেখান থেকে প্রেম এবং প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে। সবই ঠিক ছিল । কিন্তু মাঝখানে অভাব এসে সবকিছু উলট পাল্ট করে দিল।
দেশে ফিরে যাওয়ার জন্য মঙ্গলবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের সাহায্য চান মেনডি। পরে রাষ্ট্রদূত পুলিশকে বিষয়টি জানালে মেনডিকে আরমানের বাসা থেকে নিয়ে রাষ্ট্রদূতের কাছে রাখা হয়।
ওসি জানান, মেনডি ফিরে গেলেও স্বামী আরমানকে যেন কোন ভাবেই হেনস্থা না করা হয় তার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।
১৪ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর