এক্সক্লুসিভ ডেস্ক : ইলিশের ভরা মরশুম। জাল ফেললেই উঠছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। বুধবারও ইলিশ ধরার আশায় পশ্চিমবঙ্গের হাওড়ার ফুলেশ্বরে গঙ্গায় জাল ফেলেছিলেন জেলেরা। কিন্তু ইলিশের বদলে যা উঠল, তা দেখে তারাও হতবাক!
উলুবেড়িয়ার কাছে ফুলেশ্বর বাংলোর পাশে জাল ফেলে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা। ইলিশ ধরতে বেশ ঘন বুনোটের জাল ফেলেন তারা। কিছুক্ষণের মধ্যেই বেশ ভারী কিছু জালে বাধে। ইলিশ উঠেছে ভেবে জাল টেনে তুলতেই দেখা যায়, জালের মধ্যে ধরা পড়েছে একটি শুশুক (ডলফিন)।
মৎস্যজীবীরা খেয়াল করেন, শুশুকটির গায়ে বেশ কয়েক জায়গায় আঘাত রয়েছে। প্রাণীটির শুশ্রুষার জন্য মৎস্যজীবীরা সেটিকে ধরে ফুলেশ্বর বাংলোর ভিতরের একটি পুকুরে ছেড়ে দিয়ে বন দফতরে খবর দেন।
তাদের অভিযোগ, বন দফতরের কর্মীরা আসতে অনেকটাই দেরি করেন। পরে বন দফতরের কর্মীরা এসে শুশুক দেহে থাকা আঘাতগুলির পরিচর্যা করার পরে সেটিকে ফের গঙ্গায় ছেড়ে দেওয়া হয়।
এমটিনিউজ/এসএস