শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ০১:১৯:০০

অসহায় শত বছরের বৃদ্ধার দায়িত্ব নিলেন ময়মনসিংহের ওসি

 অসহায় শত বছরের বৃদ্ধার দায়িত্ব নিলেন ময়মনসিংহের ওসি

এক্সক্লুসিভ ডেস্ক: অবস্থাসপন্ন সম্ভ্রান্ত পরিবারে জন্মে ছিলেন কসম আলী। বর্তমানে তার বয়স শত বছরের কোঠায়। কসম আলীর পাঁচ ছেলে ও এক মেয়ে থাকলেও কেউ তার খোঁজ নেয় না।

এমনকি বার্ধক্যের সুযোগে তার নিজের নামে থাকা অবশিষ্ট সম্পত্তিটুকুও ছেলে-নাতিরা লিখে নিয়ে বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে। তাই বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তিকে বেছে নেন কসম আলী।

এক সময় ভিক্ষা করতে ময়মনসিংহ নগরীতে চলে আসেন তিনি। শহরের বাস্তায়-রাস্তায় ভিক্ষা করে ঘুরে বেড়ায় কসম আলী।

শতবর্ষী বৃদ্ধার কষ্ট দেখে ময়মনসিংহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তার থাকা-খাওয়ার দায়িত্ব নেন।

ওসি কামরুল জানান, পরিবার থেকে বঞ্চিত ১০০ বছরের বৃদ্ধ মো. কসম আলীর দায়িত্ব নিয়ে আমি অনেক খুশি। বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) এই কসম আলীর দায়িত্ব নেন ওসি কামরুল।
আপাতত তাকে আমার বাসাতেই রাখা হয়েছে বলে জানান ওসি কামরুল।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে