শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৪৭:৩৯

মেয়েদের সম্পর্ক মানেই খারাপ আর পুরুষেরটা ভালো!

মেয়েদের সম্পর্ক মানেই খারাপ আর পুরুষেরটা ভালো!

বিনোদন ডেস্ক: নিশানায় কখনও হৃত্বিক রোশন আবার কখনও আদিত্য পাঞ্চোলি। কখনও আবার পুরো বলিউড ইন্ডাস্ট্রি। বিস্ফোরক মন্তব্যে গত কয়েকদিন ধরে শিরোনামে শুধুই কঙ্গনা। সব বিদ্বেষের মুখে চুন-কালি দিয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী একাই।

এবার আরেকবার বিস্ফোরক সাক্ষাৎকার দিলেন বলিউডের অন্যতম সেরা এই অভিনেত্রী। বারবার তার নিশানায় পুরুষই কেন এমন প্রশ্নের উত্তরে কঙ্গনা বলেন, আমি পুরুষ বিদ্বেষী নই। বরং, আমার মেয়ের থেকে ছেলে বন্ধুর সংখ্যা অনেক বেশি। কবে যে ফেমিনিস্ট হয়ে গেলাম জানি না। আমাদের সমাজে লিঙ্গ বৈষম্য আছে। একজন আর একজনকে ছোটো করে দেখে। এসব দেখে অবাক লাগে।

তিনি আরও বলেন, "আমি কিন্তু নারীবাদী নই। কারণ তার মনে হয় নারীবাদ আসলে যেন একটা অসুখের ওষুধ হিসেবে কাজ করে। অর্থাৎ এটা যেন একটা সান্ত্বনা। পাশাপাশি, টেনে আনেন শারীরিক সম্পর্ক প্রসঙ্গ। তার বক্তব্য, এমন অনেক বিষয় আছে যেগুলি ছেলেরা করলে দোষ নেই। মেয়েরা করলে সমাজ আঙুল তুলবে। যেমন শারীরিক সম্পর্ক।

তার মতে, মেয়েদের সবসময় গ্ল্যামার জগৎ থেকে দূরে রাখা হয়। আর মেয়েদের জন্য শারীরিক সম্পর্ক একটা খারাপ বিষয়ে। এরকমটাই ভাবা হয়। আর ছেলেদের কাছে শারীরিক সম্পর্ক করাটা মজা। একটা ছেলের চারপাশে বিকিনি পরা মেয়েরা ঘুরে বেড়ালে সেটা গর্বের ব্যাপার। আর নিজের মেয়ে বিকিনি পরবে, এটা ভাবতেও পারেন না বাবা-মায়েরা।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে