রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:২৪:০১

স্ত্রীকে খুশি করতে মাকে পিটিয়ে হত্যা করল পাষণ্ড ছেলে!

স্ত্রীকে খুশি করতে মাকে পিটিয়ে হত্যা করল পাষণ্ড ছেলে!

এক্সক্লুসিভ ডেস্ক: স্ত্রীকে খুশি করতে অশীতিপর মাকে বেধড়ক পিটিয়ে হত্যা করেছেন এক ছেলে। মিশরের আলেক্সান্দ্রিয়ার এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা পাষণ্ড ছেলের কঠোর শাস্তি দাবি করেছেন।

স্ত্রীর অভিযোগ শুনে ৮১ বছরের মা জয়নব আস-সাইয়্যিদ মাহফুজকে বেধড়ক পিটিয়ে ঘরের মধ্যে ফেলে যান পাষণ্ড ছেলে। মাকে ওই অবস্থায় রেখেই ঘর তালাবদ্ধ করে স্ত্রীকে নিয়ে ডিনার যান তিনি।

একপর্যায়ে মারধরে রক্তাক্ত মায়ের রক্ত ফ্লোর বেয়ে দরজার নিচ দিয়ে বের হতে থাকলে প্রতিবেশীরা বিষয়টি লক্ষ্য করেন। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কেউ দরজা খুলছিল না।

একপর্যায়ে প্রতিবেশীরা দরজা ভেঙে জয়নবকে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ খবর ছড়িয়ে পড়লে ছেলে এবং তার স্ত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছেলেকে আটক করে। জিজ্ঞাসাবাদে মায়ের ওপর এমন পৈশাচিকতার কথা স্বীকার করেছেন ছেলে।

এ ঘটনায় সামাজিক মাধ্যমে ক্ষোভের ঝড় উঠে। এমন ‘অকৃতজ্ঞ’ ছেলের পক্ষে না দাঁড়াতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন নেটিজেনরা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে