রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৩৪:২৫

৪০ বছর ধরে পড়ে থাকা এই গাড়ির মূল্য কত কোটি টাকা জানলে অবাক হবেন

৪০ বছর ধরে পড়ে থাকা এই গাড়ির মূল্য কত কোটি টাকা জানলে অবাক হবেন

এক্সক্লুসিভ ডেস্ক: ১৯৬৮ সালে তৈরি হওয়ার পর গাড়িটি প্রথম বিক্রি হয় তার পরের বছর। বিভিন্ন মালিকের হাত বদল হতে হতে ৩৬ হাজার ৩৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে তার ঠাই হয় জাপানের মাকোতো তাকাই নামে এক ব্যক্তির গ্যারেজে।

৪০ বছর ধরে অবহেলায় পড়ে থাকার পর নিলামে অবিশ্বাস্য মূল্যে বিক্রি হয়েছে গাড়িটি। চলতি বছরের জুনে গ্যারেজ থেকে গাড়িটি উদ্ধারের পর ইতালিতে অনুষ্ঠিত নিলামে গাড়িটি বিক্রি হয়েছে ২২ লাখ মার্কিন ডলারে। যা বাংলাদেশি প্রায় ১৭ কোটি ৬০ লাখ টাকা।
জাপানি নাগরিক মাকাতো তাকাইয়ের গ্যারেজে পড়ে ছিল গাড়িটি। সংগৃহীত ছবিজাপানি নাগরিক মাকাতো তাকাইয়ের গ্যারেজে পড়ে ছিল গাড়িটি।

অবিশ্বাস্য মূল্যে বিক্রি হওয়া গাড়িটির নাম ফেরারি ডেটোনা। ১৯৭৩ সাল পর্যন্ত তৈরি হওয়া এই মডেলেরে মোট ১২৮৪টি গাড়ির মধ্যে এটি ছিল ৩০তম।

গাড়িটির বিশেষত্ব হলো ফেরারির তৈরি ওই মডেলের সবগুলো গাড়ির মধ্যে একমাত্র এটির বডি অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি। তবে গাড়িটি কেন এতদিন অব্যবহৃত হয়ে পড়েছিল সে সম্পর্কে কিছুই জানাননি এর মালিক মাকাতো তাকাই।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে