বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৪৭:৫৩

সাদা পাতায় সই করিয়ে বিয়ে, তালাক, পাচার! সামনে এল এক ভয়ানক চক্র

সাদা পাতায় সই করিয়ে বিয়ে, তালাক, পাচার! সামনে এল এক ভয়ানক চক্র

এক্সক্লুসিভ ডেস্ক :  হায়দরাবাদে পুলিশের জালে ধরা পড়ল এক চুক্তি বিবাহ চক্র। এই চক্রের সঙ্গে জড়িত মোট ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হায়দরাবাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় অপ্রাপ্তবয়স্ক মহিলাদের সঙ্গে অন্যান্য দেশ থেকে আসা নাগরিকদের চুক্তির মাধ্যমে বিয়ে দেওয়া হতো।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চুক্তি বিবাহ হলেও, আদপে কোনও চুক্তি ছিল না এই বিয়েতে। শুধু বিয়ের সময়ে সাদা পাতায় সই করিয়ে নেওয়া হত পাত্রীকে দিয়ে। বিশেষত দরিদ্র পরিবারের মেয়েদেরই অর্থের প্রলোভন দেখিয়ে বিয়েতে রাজি করানো হতো।

যে সাদা পাতায় সই করানো হতো পাত্রীকে দিয়ে, সেই সাদা পাতা পরে তালাক পত্র হিসেবে ব্যবহার করা হতো। আর বিয়ে হয়ে যাওয়ার পরে ভিনদেশিদের কাছে মোটা টাকার বিনিময়ে মেয়েদের বিক্রি করে দেওয়া হতো। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ৮ জন বিদেশি-সহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছে তিন জন কাজী, তার হোটেল-মালিক, এবং পাঁচ জন দালাল।

আরব, ওমান, কাতারের শেখদের কাছে কয়েক জন মহিলাকে পাচার করার সময়েই এই চুক্তি বিবাহ তথা মহিলা পাচার চক্রকে পাকড়াও করে পুলিশ। দু'জন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। মোট ২০ জন অপ্রাপ্তবয়স্ক মহিলাদের পাচার করার পরিকল্পনা করেছিল এই চক্র। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। --এবেলা

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে