এক্সক্লুসিভ ডেস্ক : প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় বিনিয়োগ করেছিলেন মধ্যপ্রদেশের এক কৃষক। দুর্যোগে ফসল নষ্ট হওয়ার পরে ক্ষতিপূরণ আনতে যান তিনি। কিন্ত ক্ষতিপূরণেই চেক হাতে পেয়েই চক্ষু চড়কগাছ তাঁর!
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মধ্যপ্রদেশের সেহোর জেলার ওই কৃষক সয়াবিনের চাষ করেছিলেন। সম্প্রতি ঝড়-বৃষ্টিতে সমস্ত ফলন নষ্ট হয়ে যায়। তাই বিমা দফতরের শরণাপন্ন হন তিনি। আশা ছিল, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় যে বিনিয়োগ করেছিলেন, তার থেকে ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবেন।
তবে ক্ষতিপূরণ বাবদ যা পেলেন, তা হাতে নিয়ে হাসবেন না কাঁদবেন তাই বুঝে উঠতে পারছিলেন না তিনি। কারণ তিনি ক্ষতিপূরণ পেয়েছিলেন মাত্র ৪.৭০ টাকা! এমন তাজ্জব ঘটনায় যেমন অবাক, তেমনই হতাশ ওই কৃষক।
এমন ঘটনা শুনে হাসবেন আপনি, কিন্তু কাঁদবে তার মতো একজন কৃষক। তিনি জানান, ''চেক হাতে পাওয়ার পরেই টাকার অঙ্ক দেখে অবাক হয়ে যাই। আমাদের যথেষ্ট ক্ষতি হয়েছে। কিন্তু বুঝতে পারছি না ক্ষতিপূরণ হিসেবে কেন সামান্য টাকা পেলাম। ''
শুধু ওই কৃষকই নন, জানা গিয়েছে আরও অনেকের সঙ্গেই এই ঘটনা ঘটেছে। আর একজন কৃষক ২ একর জমিতে সয়াবিনের চাষ করেছিলেন। সাম্প্রতিক দুর্যোগে তিনিও ক্ষতিগ্রস্ত হন। ১ হাজার ৩৪২ টাকার বিমা করিয়ে হাতে পেয়েছেন মাত্র ১৭ টাকা!
এ প্রসঙ্গে মধ্যপ্রদেশে শাসক দলের এক সদস্য বিশ্বাস সারাং জানিয়েছেন, ''তিনটি জিনিসের উপর বিমার পরিমাণ হিসেব করা হয়। কতটা জমিতে চাষ করা হয়েছে, কী চাষ করা হয়েছে এবং কতটা ফসল নষ্ট হয়েছে। বিমার প্রিমিয়ামের উপর ক্ষতিপূরণের টাকার অঙ্ক নির্ভর করে না। তবে ক্ষতিপূরণের অঙ্কে ভুল থাকলে তা শুধরে দেওয়া হবে।'' --এবেলা
এমটিনিউজ২৪/এম.জে