স্পোর্টস ডেস্ক : একবার জন্মদিনে সাংবাদিকরা তাকে ভালোবেসে একটি কেক নিয়েছিলেন। কিন্তু সেই কেকটি নিজে থেকে কাটেননি মাশরাফি, তবে কাটার পর খেয়েছেন।
পরে এক সাক্ষাৎকারে মাশরাফি নিজ থেকেই জানিয়েছেন তার জন্মদিন উদযাপন না করার পারিবারিক ইতিহাস। তিনি বলেন, ‘একবার হয়েছিল। এক বছর বয়সের সেই স্মৃতি অবশ্য আমার মনে নেই। মায়ের কাছে শুনেছি খুব ছোট করে জন্মদিনটা হয়েছিল।
মায়ের ইচ্ছায় আমার নানা সব আয়োজন করেছিলেন। কিন্তু পরে নানাই মাকে ডেকে নিয়ে বলেছিলেন, 'ছেলের জন্মদিন পালন করার সময় কি ভেবেছ যে ছেলেটার আয়ু এক বছর কমে গেল?
যদি পারো ছেলের জন্মদিনে আল্লাহর শুকরিয়া আদায় করে নামাজ পড়ো, যেন ছেলের সামনের দিনগুলো ভালো যায়। সেই থেকে আমার আর জন্মদিনের উৎসব হয়নি, বাসার কারোরই হয় না।’ মূলত মায়ের ইচ্ছার কারণে জীবনে মাত্র একবার জন্মদিন পালন করেছিলেন মাশরাফি।
এমটিনিউজ২৪/এম.জে