বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭, ০২:১৬:০৭

হাসপাতালের বিল দেখে অগ্নিশর্মা! চিকিৎসকের সঙ্গে এটাই করলেন রোগী

হাসপাতালের বিল দেখে অগ্নিশর্মা! চিকিৎসকের সঙ্গে এটাই করলেন রোগী

এক্সক্লুসিভ ডেস্ক : চিকিৎসার বিপুল খরচ বহন না পেরে রোগীর আত্মহত্যার ঘটনা একাধিকবার সামনে এসেছে। কিন্তু এবার একেবারেই উলটো ঘটনা। চিকিৎসার খরচে ক্ষিপ্ত হয়ে উঠে এবার চিকিৎসককেই ছুরি মেরে বসলেন এক ক্ষিপ্ত রোগী। ঘটনাটি ঘটেছে পুনের একটি হাসপাতালে।

হাসপাতাল সূত্রের খবর, ৭৫ বছরের এক বৃদ্ধ কিছুদিন আগে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। চারদিন তিনি হাসপাতালে ছিলেন। সেই বাবদ তাঁর বিল হয়েছিল ৯,০০০ টাকা। হাসপাতালের বিল দেখে অগ্নিশর্মা! অভিযোগ, বিলের অঙ্ক শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।

এক চিকিৎসকের হাতে ও বুকে আঘাত করে। ওই বৃদ্ধের বিরুদ্ধে প্রথমে থানায় অভিযোগ করা হলে, পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। আক্রান্ত চিকিৎসক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি থানা-আদালতে যেতে চান না। মাত্রাতিরিক্ত বিলের অভিযোগও অস্বীকার করেছেন তিনি।  --জি নিউজ

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে