বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭, ০৩:১৮:৩৯

ছেলেটি মুসলিম, মেয়েটি হিন্দু! সামান্য ঘটনাকে কেন্দ্র করেই হয়ে গেল এই কাণ্ড

ছেলেটি মুসলিম, মেয়েটি হিন্দু! সামান্য ঘটনাকে কেন্দ্র করেই হয়ে গেল এই কাণ্ড

এক্সক্লুসিভ ডেস্ক :  সে কী কথা! হিন্দু মেয়ের মুসলিম বয়ফ্রেন্ড! তাও আবার দোকানে দাঁড়িয়ে একসঙ্গে চা খাওয়া! যোগীর রাজ্যের এই ঘটনা নিয়ে এখন শোরগোল। ছেলেটি মুসলিম, মেয়েটি হিন্দু! সামান্য ঘটনাকে কেন্দ্র করেই হয়ে গেল এই কাণ্ড।

৩২ বছর বয়সী বন্ধুর সঙ্গে পাড়ারই দোকানে চা খেতে গিয়েছিলেন আলিগড়ের ওই যুবতী। অভিযোগ, আচমকাই তাদের ঘিরে ধরে হিন্দু যুব বাহিনীর সদস্যরা। পুলিসের দাবি, তাদের ঘিরে  ধরে একের পর এক প্রশ্ন করতে থাকে তারা। নাম-ধাম-কূলগোত্র জানার পর দু'জনের সম্পর্ক নিয়ে চলে জেরা। তাতেও থেমে থাকেনি অভিযুক্তরা।

ছেলে বন্ধুটি মুসলিম, তা জানামাত্রই ফোন চলে যায় তাঁদের নেত্রীর কাছে। কিছুক্ষণ বাদে চলে আসেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী সঙ্গীতা ভরসনে। দ্বিতীয় পর্বে জেরার মুখে পড়েন যুবতী। মহিলা মোর্চার নেত্রীকে জোর গলায় তিনি জানান, 'ওই যুবক তাঁর বয়ফ্রেন্ড'।

এরপর শুরু হয় আরও তোড়জোড়। যুবতীকে নেত্রী বোঝানোর চেষ্টা করেন, 'জানো না ছেলেটি মুসলমান। তাদের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক গড়া উচিত্ নয়। এই সম্পর্কের কোনও ভবিষ্যত্ নেই।' যুবক তাঁর প্রতিবাদ করায় শুরু হয় মারধর। এরপর যুবতীকে বাড়িতে ফোন করতে বাধ্য করা হয় হয় বলে অভিযোগ।

যুগলকে থানায় নিয়ে যাওয়া হয়। পরিবারের লোক গিয়ে মেয়েটিকে থানা থেকে উদ্ধার করে। আলিগড় পুলিসের সিনিয়র সুপারিন্টেডেন্ট বলেন, মেয়েটির পরিবারের তরফে কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে প্রকাশ্যে অশ্লীল আচরণ করার অভিযোগ দায়ের হয়েছে ছেলেটির বিরুদ্ধে।

হিন্দু যুব বাহিনীর স্থানীয় সাধারণ সম্পাদক দীপক শর্মা বলেন, '' আমরাও প্রথম এই যুগলকে দেখতে পাই। গত তিন মাস ধরে তাঁদের নৌরঙ্গাবাদে যাতায়াত করতে দেখা গিয়েছে। পরে জানতে পারি, ছেলেটি মুসলমান ও মেয়েটি হিন্দু।'' --জিনিউজ

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে