বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭, ০৭:৪৪:১৬

রাজশাহীতে আজব ডিম পাড়ল মুরগি!

রাজশাহীতে আজব ডিম পাড়ল মুরগি!

এক্সক্লুসিভ ডেস্ক : রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা গ্রামের মাসুদ সরকারের (৪৫) বাড়িতে আজব একটি ডিম পেড়েছে মুরগি। ডিমের সঙ্গে রয়েছে আঙ্গুলের মতো একটি লম্বা বোঁটা।

মাসুদ সরকার বলেন, গত ১৮ সেপ্টেম্বর সোমবার হাট থেকে ২৭০ টাকা দিয়ে পোষার জন্য একটি মুরগি কেনেন তিনি।

পরদিন মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেই তিনি ও তার পরিবারের লোকজন দেখেন বোঁটাযুক্ত একটি ডিম পেড়েছে মুরগিটি।

সংবাদটি ছড়িয়ে পড়া মাত্রই অবাক আকারের ডিমটি দেখতে আশেপাশের মানুষ তার বাড়িতে ভিড় জমাতে থাকে বলেও জানান মাসুদ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে