শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১১:২০:৪৯

৪৩৫ কেজির তিনিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ!

৪৩৫ কেজির তিনিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ!

এক্সক্লুসিভ ডেস্ক : নাম আরবার খিজের হায়াত, বছর পঁচিশের এক যুবক। থাকেন পাকিস্তানের মর্দানে। তিনি সম্প্রতি দাবি করে বসেছেন, তিনিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। বাবা খান নামে পরিচিত এই মোটাসোটা ব্যক্তিটিকে তাই অনেকে ‘দ্য হাল্ক’ নামেও ডাকেন।

জানা গেছে, বিশাল দেহের এ মানুষটির ওজন ৪৩৫ কেজির মতো। প্রতিদিন ১০ হাজার ক্যালোরি খাবার খান তিনি। যার মধ্যে ৩৬টি ডিম, ৩ কেজি মাংস আর ৫ লিটার দুধ রয়েছে।

দড়ি দিয়ে ট্রাক্টর টেনে নিয়ে যাওয়া, এক হাতে মানুষ তোলা, ১০ হাজার পাউন্ড পর্যন্ত ওজন তোলা এ সবই নাকি খান বাবার ‘বাঁ হাতের খেল’।

খান বাবার দাবি, পাকিস্তানের মিনি স্টার তিনি। রোজই তাকে দেখতে ভিড় করেন শতাধিক মানুষ।

চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত ওজন ছাড়া ৬ ফুট তিন ইঞ্চি লম্বা খান বাবার অন্য কোনও শারীরিক সমস্যা নেই। ডব্লুউডব্লুউই’র মঞ্চে যাওয়াই এখন খান বাবার একমাত্র স্বপ্ন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে