শিক্ষা অর্জনের কোন বয়স থাকে না প্রমান করলেন ‘বেকেমা’
এক্সক্লূসিভ ডেস্ক : শিক্ষ এমন একটি জিনিস যা অর্জন করতে কোন বয়স লাগে না। যে কোন বয়সে শিক্ষ অর্জন কার যায়। তাই প্রমান করলেন মার্গারেট থম বেকেমা। ৯৭ বছর বয়সে শেষ পর্যন্ত গ্রাজুয়েশন করলেন বেকেমা। গ্রান্ড র্যাপিডস ক্যাথলিক সেন্ট্রাল হাই থেকে ১৯৩৬ সালে তার গ্রাজুয়েশন শেষ করার কথা ছিল । কিন্তু নিজের পরিবারের সদস্যদের দেখভাল করার জন্য আর পড়াশুনা করে উঠতে পারেননি তিনি। ১৯৩২ সালেই পড়া ছেড়ে দিতে হয় তাঁকে। ৭৯ বছর বাদে অবশেষে নিজের ইচ্ছে পূরণ করতে পারলেন বেকেমা।
এখন গ্রাজুয়েশন শেষ করে খুবই খুশি তিনি। বেকেমা জানান,'স্কুল ছেড়ে দিতে কখনই ইচ্ছে হয়নি তাঁর। কিন্তু বাড়ির কথা মাথায় রেখে পড়াশুনাটা ছেড়ে দিতে হয়েছে তাঁকে। কারন সেই সময়ে সংসারের হাল ধরার মত তিনিই ছিলেন একজন। পড়াশুনা, স্কুল, বন্ধু ছেড়ে একদমই ভালো ছিলেন না তিনি।' ওই স্কুলের প্রধান শিক্ষক গ্রেগ ডিজা নিজে গ্রাজুয়েশনের সার্টিফিকেট বেকেমার হাতে তুলে দেন।
৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ
�