শুক্রবার, ০৬ নভেম্বর, ২০১৫, ০৪:৩২:২০

মঙ্গলে পাওয়া গেল ইস্টার আইল্যান্ডের মূর্তি

মঙ্গলে পাওয়া গেল ইস্টার আইল্যান্ডের মূর্তি

এক্সক্লূসিভ ডেস্ক : মঙ্গলে প্রাণের খোঁজ চালাতে অনেক দিন ধরেই কাজ করছে ইউএফও হান্টার। প্রাণ থাকার অনেক প্রমাণও পাঠিয়েছে তারা। যার মধ্যে রয়েছে, দুটো বাড়ি, ভল্লুক, এলিয়ান, বুদ্ধ মূর্তি সহ আরও অনেক কিছু। সম্প্রতি আরও একটি প্রাণের হদিশের প্রমাণ পাঠাল নাসার কিউরিওসিটি। সাউথ প্যাসিফিকে অবস্থিত ইস্টার আইল্যান্ডের মূর্তির মতো দেখতে একটি মূর্তির ছবি পাঠিয়েছে কিউরিওসিটি। কিউরিওসিটির পাঠানো ছবিটিকে ভালো করে পর্যবেক্ষণ করে ইউএফও। এর পরেই মূর্তিটি দেখতে পাণ তাঁরা। নাসার তরফ থেকে জানানো হয়েছিল আজই লাল গ্রহ নিয়ে একটি প্রেস কনফারেন্স করবে তারা। ঠিক সেই দিনেই মঙ্গলে ইস্টার আইল্যান্ডের মূর্তির ন্যায় একটি মূর্তির হদিশ পায় নাসা। ৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে