সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:৪২:০০

মারা গেলেন বিশ্বের সবচেয়ে ভারি মহিলা ইমান আহমেদ

মারা গেলেন বিশ্বের সবচেয়ে ভারি মহিলা ইমান আহমেদ

এক্সক্লুসিভ ডেস্ক : মারা গেলেন একসময়ের বিশ্বের সবচেয়ে ভারি মহিলা ইমান আহমেদ। আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবির বুরজিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। হার্টের সমস্যা, কিডনি নিষ্ক্রিয় হওয়া-সহ নানা অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের ডাক্তাররা।

দীর্ঘদিন চিকিৎসার পর ধূমধাম করে নিজের ৩৭তম জন্মদিন পালনের এক সপ্তাহের মধ্যেই তার মৃত্যু হলো।

ছেলেবেলা থেকেই থাইরয়েডের বিরল অসুখে আক্রান্ত মিসরের মহিলা ইমান ফেব্রুয়ারি মাসে যখন ভারতে এসেছিলেন তখন তার ওজন ছিল ৫০০ কেজি। তিনিই ছিলেন সেই সময় বিশ্বের স্থূলতম মহিলা। তবে দীর্ঘদিনের চিকিত্‍‌সার পর সফল বেরিয়াট্রিক সার্জারি করে ইমানকে পাঠানো হয় আবু ধাবির বুরজিল হাসপাতালে। মে মাসে অপারেশনের পর প্রায় ৩০০ কেজি ওজন কমেছিল ইমানের, সে কথাই জানিয়েছিল ভারতের চিকিৎসকরা।

মুম্বাইয়ের সাইফি হাসপাতালে ওয়েট-লস সার্জারিতে ৩৩০ কেজি ওজন কমার পর তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের কাজ স্বাভাবিক করার জন্য আবু ধাবিতে তার চিকিত্‍‌সা চলছিল। তাকে যখন আবু ধাবি নিয়ে যাওয়া হয়, তখন মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী বিমানবন্দরে তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে