মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ০৩:৪৮:৩৬

পুকুরে হাবুডুবু খেতে খেতে মারা যাচ্ছে বন্ধু, তখন সহপাঠীরা মজে সেলফি তুলতে

পুকুরে হাবুডুবু খেতে খেতে মারা যাচ্ছে বন্ধু, তখন সহপাঠীরা মজে সেলফি তুলতে

এক্সক্লুসিভ ডেস্ক :   পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল ১৭ বছর বয়সী এক কলেজ ছাত্রের। যখন সে পুকুরে স্নান করতে নেমেছিল তখন আশেপাশেই ছিল তার বন্ধুরা। কিন্তু সাহায্যের জন্য এগিয়ে এলো না কেউই। কেননা তারা তখন 'ব্যস্ত' ছিল সেলফি তুলতে। ঘটনাটি ঘটে বেঙ্গালুরু থেকে ৪০ কিলোমিটার দূরে রামানাগারা জেলার কনকপুরাতে।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম বিশ্ব। সে দক্ষিণ বেঙ্গালুরুর হনুমান্থা নগরের বাসিন্দা। ন্যাশনাল কলেজের ছাত্র বিশ্ব বন্ধুদের সঙ্গে ট্রেকিংয়ে কনকপুরাতে গিয়েছিল। সেখানে এক পুকুরে স্নান করতে নেমেছিল বিশ্ব। রমননগরের স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পুকুরের সামনে বিপদ সঙ্কেতের সাইনবোর্ড ঝোলানো ছিল।

তা খেয়াল না করেই পুকুরে নেমে যায় বিশ্ব। পুকুরের পাকে পা আটকে যাওয়ায় হাবুডুবু খেতে খেতে মারা যাচ্ছে বন্ধু অন্যদিকে  বন্ধুরা তখন মজে ছিল সেলফি তুলতে। সেলফিতে সেই দৃশ্য উঠেও আসে। তারপরেও সাহায্যে কেউ এগিয়ে আসেনি। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও বিশ্ব পুকুর থেকে উঠে না আসায় তার খোঁজ শুরু করে দেয় বাকি বন্ধুরা।

ওইদিন বেলা ৩:৩০ মিনিট নাগাদ বিশ্বের মৃতদেহ উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় তার পরিবারকে। ছেলের মৃত্যুর জন্য পরিবারের লোকেরা কলেজ কর্তৃপক্ষকেই দায়ী করেছে। পেশায় অটোচালক বিশ্বের বাবা গোবিন্দাপ্পা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করেন। এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সবাইকে জিঞ্জাসাবাদ করা হবে।

এদিকে ছেলের মৃতদেহ নিয়ে কলেজে বিক্ষোভ দেখায় পরিবার পরিজনেরা। তারা জানান, কলেজ একটি এনসিসি ক্যাম্প আয়োজন করেছিল। তাতে অংশ নিয়েছিল বিশ্ব। যদিও ঘটনার দিন এরকম কোন ক্যাম্প আয়োজনের কথা অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে