মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:১৮:২৭

৬ কোটি ৬০ লাখ বছর পর সেই হংস-ঠোঁট জীবটি হল স্টেট ডায়নোসর

৬ কোটি ৬০ লাখ বছর পর সেই হংস-ঠোঁট জীবটি হল স্টেট ডায়নোসর

এক্সক্লুসিভ ডেস্ক: সময় লেগেছে প্রায় ৬ কোটি ৬০ লাখ বছর, তবে অবশেষে হংস-ঠোঁট সেই জীবটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্টেট ডায়নোসরের খেতাব জিতে নিয়েছে।

শনিবার ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন অগাস্টিনোলোফাস মরিসি-কে তার গোল্ডন স্টেট বা সোনালি অঙ্গরাজ্যের অফিসিয়াল ডায়নোসরের স্বীকৃতি দিয়ে একটি বিলে সই করেন।

আজ থেকে প্রায় ১০ কোটি থেকে ৬ কোটি ৬০ লাখ বছর আগে পৃথিবীতে বাস করত হংস-ঠোঁট এই ডায়নোসরটি। কিন্তু শুধু ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেই এর জীবাশ্ম পাওয়া গেছে।

ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের আরো বেশ কয়েকটি অঙ্গরাজ্যেরও দাপ্তরিক ডায়নোসর আছে।

ক্যালিফোর্নিয়ার মোট ৩০টিরও বেশি রাষ্ট্রীয় পরিচয় চিহ্ন আছে। এর মধ্যে রয়েছে শ্যাওলা, সুতা এবং ডেনিমের মতো জিনিসও!

সূত্র: এমিরেটস ২৪/৭
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে