বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:২০:১০

সেন্ট ক্লাউড স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেও হিজাব পরে বিশ্বের প্রথম

সেন্ট ক্লাউড স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেও হিজাব পরে বিশ্বের প্রথম

এক্সক্লুসিভ ডেস্ক: হালিমা অ্যাডেন একজন আমেরিকান ফ্যাশন মডেল। মিস মিনেসোটা ইউএসএ সুন্দরী প্রতিযোগিতায় প্রথম সোমালি আমেরিকান হিসাবে অংশ নিয়ে এবং সেমি ফাইনালিস্ট হিসাবে আলোচনায় আসেন। যিনি সেন্ট ক্লাউড স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেও হিজাবি পরে বিশ্বের প্রথম সুপারমডেল।

১৯৯৭ সালের ১৯ সেপ্টেম্বর কেনিয়ার একটি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ৬ বছর বয়সে হালিমা আমেরিকা এসে মিনেসোটার সেন্ট ক্লাউডে থাকা শুরু করেন। সেন্ট ক্লাউড স্টেট ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করছেন।

২০১৬ সালে তিনি মিস মিনেসোটা ইউএসএ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন। সেখানে প্রথমবার প্রতিযোগী হিসাবে হিজাব ও বুরকিনি পরে প্রতিযোগিতা করেন। ফ্যাশনের আন্তর্জাতিক অঙ্গনে তিনিই প্রথশ মডেল, যিনি হিজাব পরে মঞ্চে র‍্যাম্প করেন।

সাবেক এই শরণার্থী হিজাব এবং বুরকিনি পরেই সুপারমডেল হিসাবে পরিচিতি পেয়েছেন। বিশ্বের বড় বড় ফ্যাশন শো-এ অন্যতম আকর্ষণ তিনি। বিভিন্ন ম্যাগাজিন কাভার হয়েছে তাকে নিয়ে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে