আবারো কমেছে স্বর্ণের দাম
নিউজ ডেস্ক: গত কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ওঠা নামা করছে। ওঠা-নামার এই নৃত্য খেলায় আন্তর্জাতিক বাজারে আবারো কমেছে স্বর্ণের দাম। নিউইয়র্ক কোমেক্সে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ১শ’ ৪ ডলার ২০ সেন্টে দাঁড়িয়েছে। যা আগের চেয়ে শূন্য দশমিক ২ শতাংশ কম।
বিকল্প বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কমায় দামে এই নেতিবাচক প্রভাব পড়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রূপার দামও। ফিউচার মার্কেটে প্রতি আউন্স রূপার দাম এখন ১৪ ডলার ৯৮ সেন্ট। যা আগের চেয়ে শূন্য দশমিক ৫ শতাংশ কম।
আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের স্বর্ণের দাম এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।
৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ