বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৭:২১:৫০

শক্তিশালী অবস্থানে সামরিক বাহিনী, উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সেনারা

শক্তিশালী অবস্থানে সামরিক বাহিনী, উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সেনারা

এক্সক্লুসিভ ডেস্ক: ২ লাখ ২৭৬১ জন সেনা নিয়ে ফ্রান্সের সামরিক বাহিনী রয়েছে বিশ্বে ছয় নাম্বারে। মানবশক্তিতে কম হলেও ফরাসি সেনারা উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত, পেশাদার এবং শক্তি প্রদর্শনে সক্ষম। ফ্রান্সের সামিরক বাহিনীতে ৪২৩টি ট্যাংক, ১২৬৪টি উড়োজাহাজ এবং ১০টি সাবমেরিন রয়েছে। দেশটির বার্ষিক সামরিক ব্যয় ৬২.৩ বিলিয়ন মার্কিন ডলার।

ফ্রান্স বিশ্বের বৃহত্তম মিলিটারি হার্ডওয়্যার রপ্তানিকারক, যার কারণে তারা শক্তিশালী অবস্থানে রয়েছে। ২০১৬ সালের হিসাবে ফ্রান্সের কাছে পরমাণু ওয়ারহেড আছে তিনশর মতো৷ যার মধ্যে অন্তত ২৯০টি সক্রিয়া বোমা। দেশটির পারমাণবিক বোমার বেশির ভাগই রয়েছে সাবমেরিনে৷ এ ছাড়া দেশটির অন্তত একটি সাবমেরিন সবসময় পারমাণবিক বোমা নিয়ে টহল দেয়৷

সূত্র: বিজনেস ইনসাইডার ও স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসইপিআরআই)
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে