শুক্রবার, ০৬ নভেম্বর, ২০১৫, ১০:২১:০০

বিমানের সাথে পাল্লা দিয়েই আকাশে উড়ল মানুষ

বিমানের সাথে পাল্লা দিয়েই আকাশে উড়ল মানুষ

এক্সক্লুসিভ ডেস্ক : ইকরাসকে সকলেরই মনে আছে? গ্রিক পুরাণ মতে ইকরাসকে মোম আর পালক দিয়ে এক জোড়া ডানা বানিয়ে দিয়েছিল তার বাবা ডেডুলাস। সেই ডানায় ভর করে দিব্যি উড়ে বেড়াত সে। এবার সেই গ্রিক পুরাণই যেন ফিরে এল বাস্তবে। যাত্রিবাহী বিমানের সঙ্গে পাল্লা দিয়ে আকাশে উড়লেন দু’জন। না, তাদের ডানা মোমের নয়, যান্ত্রিক। ছিল না সূর্যের ভীষণ তাপে গলে যাওয়ার সম্ভাবনা। শুধু ছিল ভয় কে জয় করে আকাশ পাড়ি দেওয়ার অদম্য ইচ্ছে। আপাতত, সেই দুই দুঃসাহসী ‘জেট ম্যান’ ওয়াইভেস রোজি এবং ভিনসেন্ট র্যা ফেটের উড়ানের ভিডিওতে মন মজেছে ইন্টারনেট দুনিয়ার। এক দিনে নয়, টানা তিন মাসের কঠোর পরিশ্রমের পর বাস্তব হয়েছে মাটি থেকে ৪০০০ ফুট উপরে মানুষের ‘ডানা’ মেলে ওড়ার স্বপ্ন। আর এর পিছনে টাকার যোগান দিয়েছেন দুবাই স্কাই লাইন আর পাস জুমেইরা। ১৩ অক্টোবর এমিরেটেসের দৈত্য বিমানের সঙ্গে পাল্লা দিয়ে উড়েছিলেন ওরা দু’জন। তাদের সেই ওড়ার ভিডিও আপলোড হয় ৪ নভেম্বর। তার পর থেকে প্রায় ২৬ লাখ লোক এই ভিডিও দেখেছে। প্রতি মুহূর্তে কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংখ্যাটা। ৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে