শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৫১:২৩

এশিয়ার মধ্যে শীর্ষ হতাশার শহর ঢাকা

এশিয়ার মধ্যে শীর্ষ হতাশার শহর ঢাকা

এক্সক্লুসিভ ডেস্ক: হতাশাগ্রস্ত শহরের তালিকায় এশিয়ার মধ্যে শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই তালিকায় বিশ্বের ১৫০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৪৪তম, অর্থাৎ খারাপের দিক থেকে ঢাকা সাত নম্বরে।

আর বিশ্বের সবচেয়ে কম হতাশাগ্রস্ত শহর জার্মানির স্টুটগার্ট। সম্প্র্রতি যুক্তরাজ্যভিত্তিক সংস্থা জিপজেটের করা এক তালিকার প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। যেসব বিষয়ের ওপর পর্যবেক্ষণ করে এ তালিকা বা ক্রম নির্ধারণ করা হয়েছে, এর মধ্যে শারীরিক ও মানসিক স্বাস্থ্য, বায়ুদূষণ, শব্দদূষণ, ট্রাফিক জ্যাম, একটি শহর কী পরিমাণ সূর্যালোক পায়, নাগরিকদের আর্থিক অবস্থা, বেকারত্ব, লৈঙ্গিক সমতাসহ বিভিন্ন বিষয় রয়েছে।

তালিকা অনুযায়ী, এশিয়ার দেশগুলোর মধ্যে ঢাকার চেয়ে কিছুটা ভালো অবস্থানে আছে ভারতের দিল্লি (১৪২তম) ও মুম্বাই (১৩৮) এবং পাকিস্তানের করাচি (১৪৩)। তবে এশিয়ার সবচেয়ে কম হতাশাগ্রস্ত শহর সিঙ্গাপুর (৪২)। এরপর রয়েছে তাইপে (৬১) ও জাপানের ওসাকা (৬৬)। ঢাকার চেয়েও বেশি হতাশাগ্রস্ত অবস্থায় আছে ইরানের তেহরান (১৪৫), মিসরের কায়রো (১৪৬), সেনেগালের ডাকার (১৪৭), নাইজেরিয়ার লাওস (১৪৮), আফগানিস্তানের কাবুল (১৪৯) এবং তালিকার তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইরাকের রাজধানী বাগদাদ (১৫০)।

ঢাকা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, এ শহরে ঘন জনবসতি। রয়েছে ভয়াবহ ট্রাফিক জ্যাম ও দূষণ।
তাই এ শহরে মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সূচকও অনেক নাজুক অবস্থানে। সবচেয়ে কম হতাশার শীর্ষ পাঁচটি শহরই জার্মানির। মিউনিখ রয়েছে ৫ নম্বরে আর হ্যানহোভার তৃতীয়। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লুক্সেমবার্গ। চতুর্থ স্থানে সুইজারল্যান্ডের বার্ন। অস্ট্রেলিয়ার সিডনি রয়েছে তালিকার ৮ নম্বরে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের অবস্থান ১১০ নম্বরে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক তালিকার ৮৪ নম্বরে রয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে