শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:০১:১৬

লম্বা গোঁফ রাখার দায়ে যুবককে মারধরের অভিযোগ

লম্বা গোঁফ রাখার দায়ে যুবককে মারধরের অভিযোগ

এক্সক্লুসিভ ডেস্ক: ভারতের গুজরাটে গোঁফ রাখার অপরাধে দলিত সম্প্রদায়ের এক যুবককে মারধরের ঘটনা ঘটেছে। গুজরাটের রাজধানী গান্ধিনগরের লিমবোদারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দরবার সম্প্রদায়ের তিন যুবককে আটক করেছে পুলিশ।

টাইমস অফ ইন্ডিয়ার বরাত দিয়ে হাফিংটন পোস্ট জানায়, ২৪ বছর বয়সী দলিত যুবক পিযুস পারমার তার চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল। পথে দরবার সম্প্রদায়ের তিন যুবক তাদের পথরোধ করে ও লম্বা পাকানো গোঁফ রাখার দায়ে তারা পিযুসকে লাঞ্ছিত করে ।

পিযুস তাদের পাত্তা না দিয়ে বাড়ির দিকে যেতে থাকেলে ওই যুবকরা পিযুসের বাড়ি গিয়ে তাকে ও তার চাচাতো ভাইকে মারধর করে।

পিযুস জানায়, ‘ওই তিন যুবক তাদের বাড়িতে এসেও তাদের লাঞ্ছিত করে। পরে তারা আমাদের মারধর করে। এছাড়াও নিম্ন সম্প্রদায়ের লোক হয়ে কেন আমি এ ধরণের গোঁফ রেখেছি, তারা এ বিষয়ে বারবার আমার কাছে জানতে চায়।’

এ ঘটনায় পুলিশ ওই তিন যুবককে আটক করেছে এবং তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।

তবে লম্বা গোঁফ রাখার দায়ে সহিংসতার ঘটনা ভারতে এটিই প্রথম নয়। গত বছরও লম্বা গোঁফ রাখার দায়ে দরবার সম্প্রদায়ের লোকজন এক দলিত যুবককে লাঞ্ছিত করে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে