সোমবার, ০২ অক্টোবর, ২০১৭, ১২:৪৭:৪০

মুসলিমদেরও গোমূত্র পান করতে 'পরামর্শ' দিলেন রামদেব

মুসলিমদেরও গোমূত্র পান করতে 'পরামর্শ' দিলেন রামদেব

এক্সক্লুসিভ ডেস্ক: ভারতের যোগগরু ও পতঞ্জলির প্রতিষ্ঠাতা 'বাবা' রামদেব দীর্ঘদিন থেকে গো-মূত্রের নানান গুণের কথা প্রচার করে আসছেন। এবার তিনি মুসলিমদেরও গোমমূত্র পান করতে পরামর্শ দিলেন।

রামদেব বলেছেন, 'ভারতীয় চিকিৎসাশাস্ত্রে হিন্দুরা যেভাবে গো-মূত্র ব্যবহার করে উপকার পাচ্ছে, মুসলিমরাও সেভাবে গো-মূত্রের ব্যবহার করে উপকৃত হতে পারে।'

রামদেব জনপ্রিয় টিভি শো 'আপ কি আদালত' নামের একটি অনুষ্ঠানে মুসলিমদের প্রতি এই পরামর্শ দেন। রামদের দাবি করেন, 'মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনেও বলা হয়েছে চিকিৎসার কাজে গোমূত্র ব্যবহার করা যাবে। অনেকে বলেন পতঞ্জলি হিন্দুদের কোম্পানি। কিন্তু আমি কখনো বলিনি হামদর্দ মুসলমানদের প্রতিষ্ঠান।'

রামদেব বলেন, 'হামদর্দ কোম্পানিটির প্রতি আমার পুরো সমর্থন আছে। হিমালয় ড্রাগ কোম্পানিকে নিয়েও আমি কিছু বলি না। হিমালয় গ্রুপের ফারুক ভাই নিজেই আমার যোগ গ্রামে জমি দান করেছেন। কাজেই আমি এসব নিয়ে কোন বিভেদ করতে চাইনা।'

গত শনিবার রজত শর্মার 'আপ কি আদালত' অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ৫২ বছর বয়সী যোগগুরু বাবা রামদেব মোট ১০ হাজার কোটি রুপির সম্পদের মালিক। যদিও তার সম্পদ ও প্রতিষ্ঠান পতঞ্জলি নিয়ে দেশে-বিদেশে অনেক সমালোচনা আছে।

পতঞ্জলি মূলত গরুর গোবর দিয়ে বিভিন্ন পণ্যসমাগ্রী যেমন- সাবান, প্রসাধনী, বিভিন্ন ওষুধ তৈরি করে থাকে। বিশ্বব্যাপী অনেক হিন্দু ক্রেতা রয়েছে প্রতিষ্ঠানটির।
এমটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে