এক গাড়িতে করেই ১১ দেশ ভ্রমণ!
এক্সক্লুসিভ ডেস্ক : চূড়ান্ত অ্যাডভেঞ্চারের নেশা, অসম সাহস, ধৈর্য আর উৎসাহে প্রায় বিশ্বজয় করে ফেলল ভারতের বেদ পরিবার। একটা ছোট্ট গাড়িতে পরিবারের চার সদস্য। ১১১ দিনে ১১ টা দেশ ঘুরে ফিরল তারা। সামনে এসেছে ভূমিকম্পের মত বিপত্তি। কিন্তু তাতেও থেমে থাকার কোনও প্রশ্ন ওঠে না।
কখনও নেপাল, কখনও উজবেকিস্তান, কখনও স্পেন। অবশেষে ফিরলেন দেশে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করলেন তাদের সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা।
যাত্রা শুরু হয় ৮ এপ্রিল। চারি ছেড়ে দেন আনন্দ বেদ। আর দু’মাসের ছুটি নেন তার স্ত্রী পুনীতা। ছেলে যশ আর মেয়ে দৃতির স্কুলে ছুটির আবেদন জানান বেদ দম্পতি। গোটা বিশ্বকে চিনতে পারবে তারা এই আশায় খুশিমনেই ছুটি দিয়ে দেন স্কুলের প্রিন্সিপ্যাল।
যাত্রাপথে তাঁরা দেখলেন হিমালয়, পশ্চিম চিন। এরপর এথেন্স হয়ে প্যারিস। যে সময় তাঁরা নেপালের কাছে পৌঁছন সেইসময়ই হয় ভূমিকম্প। কম্পনের উৎসস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই ছিল তাঁদের অবস্থান। পাঁচদিন সেখানে আটকে পড়েন তাঁরা। কিন্তু থেমে থাকেননি। ফের শুরু হয় যাত্রা।
৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ