বুধবার, ০৪ অক্টোবর, ২০১৭, ১১:৩৮:৫৯

গবেষণায রিপোর্ট : আসছে ভয়ঙ্কর সুনামি, নিশ্চিহ্ন হয়ে যাবে যে বড় বড় শহরগুলো

গবেষণায রিপোর্ট : আসছে ভয়ঙ্কর সুনামি, নিশ্চিহ্ন হয়ে যাবে যে বড় বড় শহরগুলো

এক্সক্লুসিভ ডেস্ক : চিন্তা করুণ সেই ভয়ঙ্কর মুহূর্ত৷ বিশাল আটলান্টিকের উন্মত্ত জলরাশি গ্রাস করে নিল পুরো শহরটাকে৷ হাডসন নদী হারিয়ে গেল সাগরের গর্ভে৷ ডুবে গেল মার্কিন গর্বের প্রতীক স্ট্যাচু অব লিবার্টি৷ ভয়ঙ্কর সেই মুহূর্ত৷ কত মানুষের সলিল সমাধি হল তার কোনও হিসাব নেই৷ যেন মহাকালের শেষ দিন৷

গবেষণায় উঠে এসেছে মার্কিন মুলুকের নিউ ইয়র্ক ও মিয়ামি শহর পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে৷  স্পেনে ভূমিধ্বসের কারণে সৃষ্টি হবে এক মেগা সুনামি৷ সেই ঢেউতে চিরতরে জলের তলায় চলে যাবে শহর দুটি৷

ইউনিভার্সিটি লন্ডন কলেজের দুর্যোগ বিষয়ের বিশেষজ্ঞ ড. সিমন ডে জানিয়েছেন, ক্যানারি দ্বীপপুঞ্জে কামব্রি ভিয়েজা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। সেই কারণে আটলান্টিক মহাসাগরে সুনামির আশঙ্কা রয়েছে।

এমনিতেই উত্তাল হয়ে থাকে মহাসাগর আটলান্টিক৷ সুনামির ঢেউতে তার রূপ কীরকম হবে তা ভেবেই আশঙ্কিত বিজ্ঞানীরা৷ তাদের ধারণা,  মহাপ্রলয়ের ফলে ১০ ফুট উঁচু ঢেউ ব্রিটেনের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত করতে পারে৷ এর রেশ ছড়াবে মরক্কোর পশ্চিম উপকূল থেকে মাত্র ৬০ মাইল স্পেনের কাছে ক্যানারি দ্বীপপুঞ্জে৷  

সেই ধংসলীলা আরও ছড়িয়ে পড়বে৷ তাতেই নিশ্চিহ্ন হয়ে যাবে নিউইয়র্ক, বস্টন ও মিয়ামি৷ ক্যারিবীয় দ্বীপপুঞ্জেও  আঘাত করতে পারে এই সুনামি৷  মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশেও তার প্রভাব পড়তে পারে৷ অর্থাৎ ইউরোপের উপকূল থেকে আফ্রিকার উপকূল ধরে পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা পর্যন্ত চারটি মহাদেশ থাকছে বিপদ সীমার মধ্যে৷

গবেষণা রিপোর্ট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক৷ অনেক বিশেষজ্ঞ এই রিপোর্ট মেনে নেননি৷ অনেকে সহমত জানিয়েছেন৷ চিন্তিত মার্কিন প্রশাসন মহাপ্রলয়ের মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ জারি করেছে৷
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে