বৃহস্পতিবার, ০৫ অক্টোবর, ২০১৭, ১১:০১:০৩

মারুতি-সুজুকির কারখানায় চিতা, অতঃপর...

মারুতি-সুজুকির কারখানায় চিতা, অতঃপর...

এক্সক্লুসিভ ডেস্ক: ভারতে মারুতি সুজুকির গাড়ির কারখানার একটি বিভাগে চিতাবাঘ ঢুকে পড়ার ঘটনায় হইচই পড়ে গেছে। গুরগাঁওয়ের মানেসার এলাকাস্থ মারুতি সুজুকির ওই কারখানায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চিতা বাঘটিকে কারখানার ইঞ্জিন বিভাগে ঘুরতে দেখা যায়।

সেই সময় শুধুমাত্র নিরাপত্তাকর্মী ও পরিবহন বিভাগের কর্মীরাই কারখানায় ছিলেন। গাড়ির কারখানার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যে চিতা বাঘটি সেখানে ঘুরে বেড়াচ্ছে।

পুলিশ জানিয়েছে, বন বিভাগের কর্মকর্তা ও পুলিশ একসাথে কারখানা এলাকাটি ঘেরাও করে রাখে ও চিতা বাঘটিকে উদ্ধারে অভিযান শুরু করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত তারা চিতাবাঘটি খুঁজে বের করতে সক্ষম হয়েছেন। বন কর্মকর্তারা চিতাটি অজ্ঞান করার প্রক্রিয়া শুরু করেছেন।

এর আগে গত এপ্রিল মাসে গুরগাঁও থেকে ৩০ কিলোমিটার দূরের এলাকার একটি বাড়িতে একটি চিতাবাঘ ঢুকে পড়ে এবং চিতা বাঘের হামলায় সেসময় পাঁচজন আহত হয়েছিল। সূত্র: বিবিসি বাংলা
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে