শুক্রবার, ০৬ অক্টোবর, ২০১৭, ১০:০১:৫০

এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি বিশালাকার সাপ! দেখুন তো দেখতে পাচ্ছেন কিনা?

 এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি বিশালাকার সাপ! দেখুন তো দেখতে পাচ্ছেন কিনা?

এক্সক্লুসিভ ডেস্ক : এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি বিশালাকার সাপ! দেখুন তো দেখতে পাচ্ছেন কিনা?

সাপের মতো বিপজ্জনক ও বিষাক্ত প্রাণীর কাছে যেতে সকলেই ভয় পায়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এক বাসিন্দা চিন্তা করতে পারেননি যে তিনি বিশালাকার অজগর সাপের কতটা কাছে রয়েছে।
কিন্তু যখন তিনি বুঝতে পারেন যে তিনি ভয় পেয়ে যান।

সেই সময় ওই অস্ট্রেলিয়ান মহিলা শপিং করতে বাইরে গিয়েছিলেন। বাড়ি ফিরে আসার পর যখন তিনি জিনিসপত্র নিয়ে বাড়ির ভেতর ঢুকছিলেন। তখন তিনি জানতেন না যে একটি অজগর সাপ বসে রয়েছে। তিনি দেওয়ালে অজগর সাপটিকে ঝুলে থাকতে দেখেন।

মহিলাটি ভয় পেয়ে ব্রিসবেন স্নেক কেচারকে ফোন করেন। সেখানে গিয়ে তারা দেখতে পান বাড়ি ঢোকার মুখে দেওয়ালে লাগানো লাইটের ওপর বসে ছিল সাপটি।

স্নেক ক্যাচার বলেছেন যে, মহিলার ঘর থেকে যে সাপটি পাওয়া গেছে সেটা হলো কার্পেট পাইথন। এটি প্রায় ৪ মিটার লম্বা এবং ১৫ কেজি ওজনের। এই সাপগুলি ব্যাঙ, টিকটিকি, পাখি, ইঁদুরের শিকার করে।

কার্পেট পাইথন প্রথমে তার শিকারকে আকড়ে ধরে শিকারকে ততক্ষণ পর্যন্ত আকড়ে ধরে রাখে যতক্ষণ না সে নিস্তেজ হয়ে পড়ছে। এরপর শিকারকে গিলে ফেলে।- ইন্টারনেট
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে