শনিবার, ০৭ অক্টোবর, ২০১৭, ০৮:৩৬:৩৮

হঠাৎ বুক পকেটে বিস্ফোরিত হলো মোবাইল ফোন!

হঠাৎ বুক পকেটে বিস্ফোরিত হলো মোবাইল ফোন!

এক্সক্লুসিভ ডেস্ক : বুক পকেটে বিস্ফোরিত হলো স্যামসাং গ্রান্ড ডুওস। আর এই বিস্ফোরণের ঘটনাটি সিসিটিভি ফুটেজটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায় ইন্দোনেশিয়ার এক হোটেলের লবিতে অপেক্ষা করছিলেন ৪৭ বছর বয়সী হোটেল সুপারভাইজার ইউলিআনতো। হঠাৎ করেই তার বুক পকেটে রাখা ফোনটি বিস্ফোরিত হয়। প্রতিবেদনে বলা হয়, পকেটে হাত দিয়েই আগুনের ফুলকি দিয়ে স্মার্টফোনটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তোপে মাটিতে বসে আগুন নেভানো চেষ্টা করেন তিনি। আগুনের ফুলকি সারা লবিতে ছড়িয়ে পড়ে।

ইউলিআনতো ডেইলি মেইলকে বলেন, পকেট থেকে আগুনের ফুলকি আরেকটু হলে তার মুখে এসে লাগত। তিনি প্রচণ্ড ভয় পেয়ে পান এবং নিচের শার্ট খুলে ফেলেন। দুর্ঘটনাটি ৩০ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার হোটেল সিপুত্র সেমারাঙের লবিতে ঘটে। হোটেলের সিসিটিভিতে পুরো দূর্ঘটনাটি রেকর্ড হয়। স্যামাসাং ২০১৩ সালে গ্রান্ড ডুওস বাজারে ছেড়েছিল। ফোন বিস্ফোরিত হওয়ার কারণ হিসেবে একসাথে ওয়াই-ফাই, ব্লুটুথ এবং জিপিএস ব্যবহারকে দায়ী করা হয়। ইন্দোনেশিয়ার পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।

ইন্দোনেশিয়ার স্থানীয় গণমাধ্যম স্যামসাংয়ের সাথে এ ব্যাপারে যোগাযোগ করলে তারা জানায়, গ্রাহকের নিরাপত্তাকে স্যামসাং অগ্রাধিকার দিয়ে থাকে। তারা এ ব্যাপারে তারা সকল সমর্থন প্রদান করবে। গত বছর স্যামসাং গ্যালাক্সি নোট ৭ বিস্ফোরণের কারণে খারাপ সময় পার করতে হয়েছে দক্ষিণ কোরিয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটিকে।-টাইমস অব ইন্ডিয়া
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে