রবিবার, ০৮ অক্টোবর, ২০১৭, ০৯:০৬:২৯

সব রাজনৈতিক দলের সভাতেই ডাক পড়ে, ওরাই এসে ময়দান ভরায়

সব রাজনৈতিক দলের সভাতেই ডাক পড়ে, ওরাই এসে ময়দান ভরায়

আন্তর্জাতিক ডেস্ক : নীতি-আদর্শ নয়, সামান্য কিছু অর্থ আর সুযোগ সুবিধা পেলেই তারা রাজনৈতিক দলের ডাকা সভায় চলে যায়। ভরে দেয় ময়দান, স্লোগানে স্লোগানে কাঁপিয়ে তোলে আকাশ-বাতাস। আর তাতেই লাফিয়ে বাড়ে 'জন সমর্থন'। ভরা সভা আর লক্ষ লক্ষের ঘোষণায় কানপাতা দায়।

 ব্যাপারটা যে এত সহজ নয় তার হাতেগরম প্রমাণ মিললো ভারতের গুজরাটে। রোববার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভা করেন সে রাজ্যের চোটিলায়। রাজ্য সরকারি বাসে করে হাজির হন হাজারো মানুষ। এদেরই বেশ কয়েকজনকে দেখা গিয়েছিল গত মাসে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর সভায়।

তাদের মধ্য একজন শঙ্কর উড়েছা। সুজনগড়ের কৃষক ৬০ জনকে নিয়ে এসেছিলেন মোদির সভায়। কেন এসেছেন? জানতে চাইলে বলছেন, সরপঞ্চ (গ্রাম প্রধান) বলল তাই এসেছি। চোটিলা গ্রামের এক কৃষক বলছেন, রাহুল গান্ধীকে দেখতে ভিড় করেছিলাম। মোদিকেও দেখলাম। রমেশ গবু বলছেন, কাউকে দেখতে এলেই তো আর তাকে ভোট দিতে হবে, এমন নয়!

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে