রবিবার, ০৮ অক্টোবর, ২০১৭, ০৯:৩০:২৫

এভাবেই বিবাহিত জীবন আরো সুখের করে তুলুন

এভাবেই বিবাহিত জীবন আরো সুখের করে তুলুন

এক্সক্লুসিভ ডেস্ক : বিবাহিত জীবনে জটিলতা ক্রমশ বাড়ছে? জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমেই সেই সমস্যার সমাধান সম্ভব। প্রতিটি সম্পর্কেই ওঠানামা থাকে। যারা সেই ওঠানামার সমস্যার সমাধান করতে পারে, তারাই হ্যাপিলি ম্যারেড কাপল। আগে বাবা মায়েরা দেখে সন্তানদের বিয়ে দিতেন।

কিন্তু ধীরে ধীরে যুগ পাল্টাচ্ছে। ছেলে মেয়েরা নিজেরাই পছন্দ করে বিয়ে করে। সেক্ষেত্রে ইন্টারকাস্ট বিয়ের সংখ্যাও আজ ভুড়ি ভুড়ি। কিন্তু সেই সমস্ত বিয়ে যে টিকছেনা এমনটা কিন্তু নয়। তারাও দিব্যিই সুখে শান্তিতে সংসার করছে। সঠিক বোঝাপড়াই সুখী বিবাহিত জীবনের চাবিকাঠি।

দাম্পত্য জীবন সুখের করতে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ হল পাত্র পাত্রীর মনের মিলন তারপর চারিত্রিক, মানসিক ও বৌদ্ধিক দিক। মেষরাশির জাতক জাতিকাদের জন্য অশুভ রাশি- কন্যা ও বৃশ্চিক রাশির পাত্র পাত্রী। শুভ- কর্কট, সিংহ, ধনু ও মকররাশি। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক।

মিথুনরাশির জাতক জাতিকাদের জন্য অশুভ রাশি- বৃশ্চিক ও মকর রাশির পাত্র পাত্রী। শুভ-কন্যা, তুলা, কুম্ভ ও মীন রাশি। অন্যান্য রাশির মিলন মোটামুটি মধ্যম। মনে রাখবেন মিথুন রাশিটি একটি অভিশপ্ত রাশি। এই রাশির সঙ্গে যে রাশিরই পাত্র পাত্রীর বিবাহ হোক না কেন প্রকৃত মনের মিলন কখনই হয়না। যার ফলে দাম্পত্য জীবন সুখের হবার সম্ভাবনা খুবই কম।

কর্কটরাশির জাতক জাতিকাদের জন্য অশুভ রাশি- ধনু ও কুম্ভ রাশির পাত্র পাত্রী। শুভ- তুলা, বৃশ্চিক, মীন ও মেষ রাশির। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক। সিংহরাশির জাতক জাতিকাদের জন্য অশুভ রাশি- মকর ও মীন রাশির পাত্র পাত্রী। শুভ- বৃশ্চিক, ধনু, মেষ ও বৃষ রাশি। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক।

কন্যারাশির জাতক জাতিকাদের জন্য অশুভ রাশি- মকর ও মেষ রাশির পাত্র পাত্রী। শুভ- ধনু ও বৃষ রাশি। অন্যান্য রাশির মিলন মধ্যম তথাপিও শুভই বলা যায়। এদের মধ্যকার বিবাহে তেমন অসুবিধা প্রায়ই হয়না। তুলারাশিরজাতক জাতিকাদের জন্য অশুভ রাশি- মীন ও বৃষ রাশির পাত্র পাত্রী। শুভ- মকর, কুম্ভ ও কর্কট রাশি। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক।

বৃশ্চিকরাশির জাতক জাতিকাদের জন্য অশুভ রাশি- মেষ ও বৃষ রাশির পাত্র পাত্রী। শুভ- কুম্ভ, মীন, কর্কট ও সিংহ রাশি। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অশুভ রাশি- বৃষ ও কর্কট রাশির পাত্র পাত্রী। শুভ- মীন, মেষ, সিংহ ও কন্যা রাশির। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক।

মকররাশির জাতক জাতিকাদের জন্য অশুভ রাশি- মিথুন ও সিংহ রাশির পাত্র পাত্রী। শুভ- মীন, মেষ, কন্যা, ও তুলারাশি। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক। কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্য অশুভ রাশি- কর্কট, সিংহ ও কন্যা রাশির পাত্র পাত্রী। শুভ- বৃষ ও তুলা রাশি। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক।

মীনরাশিরজাতক জাতিকাদের জন্য অশুভ রাশি- মেষ ও তুলা রাশির পাত্র পাত্রী। শুভ- মীন, কর্কট, কন্যা, বৃশ্চিক ও ধনু রাশি। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অশুভ রাশি- তুলা ও ধনু রাশির পাত্র পাত্রী। শুভ-সিংহ, কন্যা, মকর ও কুম্ভ রাশি। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে