সোমবার, ০৯ অক্টোবর, ২০১৭, ১২:৪০:১৫

জানেন, সুন্দর থাকতে প্রিয়াঙ্কা চোপড়া মুখে আর চুলে কী মাখেন?

জানেন, সুন্দর থাকতে প্রিয়াঙ্কা চোপড়া মুখে আর চুলে কী মাখেন?

এক্সক্লুসিভ ডেস্ক : বলিউড সেলিব্রেটিদের দেখে আপনারা অনেকেই বাজার চলতি বিভিন্ন বিউটি প্রোডাক্টের পিছনে ছোটেন। অথচ অনেকেই হয়ত জানেন না বহু সেলিব্রিটি এখনও সুন্দর থাকতে মা, ঠাকুমাদের শেখানো সেই পুরানো বিউটি টিপসই মেনে চলতে পছন্দ করেন। এমনকি প্রিয়াঙ্কা চোপড়াও। খবর জিনিউজের।

না, বিদেশি ব্র্যান্ডের কোনও প্রোডাক্ট নয়, এখনও দেশি ঘরোয়া জিনিস দিয়েই রূপচর্চার পক্ষপাতি প্রিয়াঙ্কা। এমনকি নিজের সেই বিউটি সিক্রেট ভক্তদের সঙ্গে শেয়ার করে নিতেও দ্বিধা করেননি পিগি চপস।

প্রিয়াঙ্কা জানাচ্ছেন, তিনি তার ঠোঁটের ‌যত্ন নিতে ভরসা রাখেন, সামুদ্রিক নুন, গোলাপজল ও গ্লিসারিনের উপর। আর ত্বক ভালো রাখতে ব্যবহার করেন বেসন, চন্দন, টক দই, লেবুর রস, আর অল্প একটু দুধের প্যাক। আর চুলের জন্য ব্যবহার করেন টক দই, ডিম আর মধু।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে