শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭, ০৪:২৮:৫৭

জালে ধরা পড়ল ‘ভুতুড়ে চিংড়ি’! মৎস্যজীবী তাজ্জব

জালে ধরা পড়ল ‘ভুতুড়ে চিংড়ি’! মৎস্যজীবী তাজ্জব

এক্সক্লুসিভ ডেস্ক : ‘চিংড়ি ভূত’? না। ভূত বিশেষজ্ঞরা স্পিকটি নট। কিন্তু ‘ভুতুড়ে চিংড়ি’ নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

গেছোভূত, মেছোভূত, এমনকী কুকুর ভূত, বেড়াল ভূতের গল্পও জানা রয়েছে। কিন্তু ‘চিংড়ি ভূত’? না। ভূত বিশেষজ্ঞরা স্পিকটি নট। অথচ তেমন ঘটনাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেইনের চেবিয়াগ আইল্যান্ডে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চেবিয়াগের চিংড়ি-ধরিয়ে অ্যালেক্স টড ২৪ অগস্ট সমুদ্রে তাঁর চিংড়ি ধরা জাল তুলে হাঁ হয়ে যান। সেখানে কমলা, নীলচে, হলিদাভ— সব চেনা রঙের চিংড়ির সঙ্গে এমন একটি গলদা উঠে আসে, যা দীর্ঘদিন ধরে সমুদ্রে চিংড়ি ধরেও অ্যালেক্স কখনও দেখেননি। নীলচে সাদা রঙের এই চিংড়িকে ‘ভুতুড়ে চিংড়ি’ বলে অভিহিত করেছেন অ্যালেক্স। তার পরে তার ছবি টুইটারে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে পড়ে।

মেইনের কোস্ট ফিশারমেন অ্যাসোশিয়েসন-এর তরফ থেকে টুইট করেই জানানো হয়েছে, জিন-ঘটিত কোনও গণ্ডগোলের কারণে এই গলদা চিংড়িটির খোলসে পিগমেন্ট তৈরি হয়নি। একে ‘অ্যালবিনো চিংড়ি’ বলেও ডাকা যায়।
আপাতত ‘ভুতুড়ে চিংড়ি’ নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।-এবেলা
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে