শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭, ১২:১০:১৪

মুসলিম মেয়েরা স্নাতক সম্পন্ন করে বিয়ে করলে ৫১ হাজার

মুসলিম মেয়েরা স্নাতক সম্পন্ন করে বিয়ে করলে ৫১ হাজার

এক্সক্লুসিভ ডেস্ক : বিয়ের আগেই যারা স্নাতক হবেন এমন মেধাবী মুসলিম ছাত্রীদের জন্য এক বিশেষ প্রকল্প আনতে চলেছে ভারতের মোদী সরকার। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে 'শাদি শগুন'।

অর্থাৎ বিয়ের সময় সেই সব মেধাবী ছাত্রীদের হাতে ৫১ হাজার টাকা উপহার তুলে দেবে মোদি সরকার। এই প্রকল্পের মূল লক্ষ্য হল, ভারতের সংখ্যালঘু সম্প্রদায়কে উচ্চশিক্ষায় অনুপ্রেরণা দেওয়া। যে সব ছাত্রীরা বেগম হজরত মহল স্কলারশিপ পেয়েছেন, তারা এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।

সংখ্যালঘুদের মধ্যে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মেধাবীদের জন্য এমন একটা প্রকল্পের সূচনা করা হয়েছিল ২০০৩ সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে। কিন্তু সে সময় দ্বাদশ শ্রেণি পর্যন্ত ভাতা দেওয়া হত।

মওলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশন-এর কোষাধ্যক্ষ শাকির আনসারি জানান, মেয়েদের উচ্চশিক্ষা দেওয়া হবে, নাকি তার আগেই বিয়ে দিয়ে দেওয়া হবে, এই ভাবনার দোলাচলে থাকে মুসলিম এবং অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারগুলো।

ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায় উচ্চশিক্ষায় অর্থ খরচ না করে, সেই অর্থ বিয়ের জন্য জমাতে থাকেন তারা। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্রীরা যাতে আরও বেশি দূর পড়াশোনা করতে পারেন, তার জন্য 'শাদি শগুন' নামে এই প্রকল্প আনা হচ্ছে।

ভারতের সংখ্যালঘু বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভির কাছে এ বিষয়ে একটি প্রস্তাব পাঠায় আজাদ ফাউন্ডেশন। সেই প্রস্তাবে অনুমোদন দেয় ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রনালয়। এই প্রকল্পের আওতায় থাকবে মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি সম্প্রদায়ের মেধাবী ছাত্রীরা।

তবে যে সব ছাত্রীর বাবা-মায়ের আয় বছরে ২ লক্ষ টাকা, তারা এই সুবিধা পাবেন না বলে মন্ত্রনালয় সূত্রে খবর। মোদি সরকারের এই প্রকল্প নিয়ে কিন্তু বিরোধী শিবির থেকে শ্লেষের স্বর শোনা যাচ্ছে।

সংখ্যালঘুদের জন্য কোনও অ-বিজেপি সরকার বিশেষ প্রকল্প বা কর্মসূচি নিলেই, তাতে তোষণের গন্ধ খোঁজে বিজেপি। এ বার বিজেপির সরকারই সংখ্যালঘু উন্নয়নে বিশেষ কর্মসূচি নিল কেন? প্রশ্ন উঠছে নানা শিবির থেকেই।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে