শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭, ০২:৫৪:৫২

দুবাইয়ের আকাশে পুলিশের ড্রোন মোটরবাইক!

দুবাইয়ের আকাশে পুলিশের ড্রোন মোটরবাইক!

এক্সক্লুসিভ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম নগররাষ্ট্র দুবাইয়ের নিরাপত্তা জোরদার করতে সেখানকার পুলিশ বাহিনীকে আগে থেকেই ল্যাম্বরগিনি টহল গাড়ি, স্ব-চালিত রোবট ও অ্যান্ড্রয়েড অফিসার থেকে শুরু করে অত্যাধুনিক ও ব্যয়বহুল নানা প্রযুক্তি সরবরাহ করে আসছে সরকার। ভূমির সঙ্গে আকাশের নিরাপত্তাকেও নিয়ন্ত্রণে রাখতে এবার সেই তালিকায় যুক্ত হলো ড্রোন মোটরবাইক বা ‘হোভারবাইক’।

রুশ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হোভারসার্ফ-এর তৈরি এই মোটরবাইকের নাম রাখা হয়েছে স্কর্পিয়ন। বাইকটি বাতাসে ভেসে থাকার জন্য চারপাশে চারটি প্রপেলারের ওপর নির্ভরশীল।

বাইকে একজন আরোহীর বসার জায়গা রয়েছে, এবং সেই আরোহীর জায়গাটি যথেষ্ট বিপজ্জনক। কেননা তাকে বসে থাকতে হবে প্রপেলারগুলোর উন্মুক্ত ঘুরন্ত ধারাল ব্লেডের খুব কাছে। এই একটি দিক ছাড়া বাকি বৈশিষ্ট্যগুলো বেশ ইতিবাচক।

স্কর্পিয়ন হোভারবাইকটি সর্বোচ্চ ৬শ’ পাউন্ড বা প্রায় পৌনে ৩শ’ কিলোগ্রাম ওজন বহনে সক্ষম। উড়াল যানটি ৪০ মাইল প্রতি ঘণ্টা বেগে চলতে পারে; টানা উড়তে পারে ২৫ মিনিট পর্যন্ত। এটি স্বয়ংক্রিয়ভাবেও চলতে সক্ষম বলে জানিয়েছে সিএনএন এবং এবিসি।দুবাই পুলিশ-উড়াল মোটরবাইক

চলতি বছরের শুরুর দিকে বেশ কয়েকবার বিভিন্ন প্রযুক্তিমেলায় প্রদর্শিত হওয়ার পর দুবাই পুলিশ সিদ্ধান্ত নেয় তার বাহিনীর অত্যাধুনিক গ্যাজেটের তালিকায় উড়াল বাইক সংযোজনের। দুবাইকে ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়।

হোভারসার্ফের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সান্ডার আতামানভ তার ফেসবুক পেজে জানান, প্রতিষ্ঠানটি দুবাই পুলিশের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে এবং পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে দুবাইয়ের জন্য স্কর্পিয়ন নামের উড়াল যানটির ম্যাস প্রোডাকশনের আহ্বান জানানো হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে