শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭, ১০:২৬:০০

শিরোপা জিতল এক টন ওজনের মিষ্টি কুমড়া!

 শিরোপা জিতল এক টন ওজনের মিষ্টি কুমড়া!

এক্সক্লুসিভ ডেস্ক: পর পর দুই বছর ইউরোপে সবচেয়ে বেশি ওজনের মিষ্টি কুমড়ার জন্য শিরোপা জিতলেন বেলজিয়ামের কৃষক মাথিয়াস উইলেমিনস৷ তাঁর ফলানো কুমড়াটির ওজন এক টনেরও বেশি৷

বেলজিয়ামের কৃষক মাটিয়াস ভিলেমিনসের ‘কলোজাল' মিষ্টিকুমড়াটির ওজন ১ হাজার ৮ কিলোগ্রাম৷ ৮ই অক্টোবর জার্মানির শহর লুডভিগসবুর্গ এ কুমড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে শিরোপা জেতেন মাটিয়াস৷ ২৪ বছর বয়সি এই কৃষকের গতবারের কুমড়াটির ওজন অবশ্য এবারের চেয়ে বেশি ছিল৷ সেবার তাঁর কুমড়ার ওজন ছিল ১ হাজার ১৯০ কেজি, যা বিশ্ব রেকর্ড গড়েছিল৷

বিশাল এই কুমড়াটি একশ দিনেরও বেশি সময় ধরে রেখে দেয়া হয়েছিল, বাড়ার জন্য৷ গ্রীষ্মে ভীষণ গরমে এটাকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন হয়েছিল কয়েক হাজার লিটার পানি৷ দিনে এটির ওজন ৩০ কেজি পর্যন্ত বাড়তে পারে৷-dw
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে