এক্সক্লুসিভ ডেস্ক : এটি কোনো সিনেমার সামুদ্রিক জন্তুকেও হার মানায় এই প্রকান্ড দৈত্যাকার মাছ। জাপানী এক জেলের জালে ধরা পড়েছে এমনই একটি মাছ।
হিরোশি হিরাসাকা তার টুইটার অ্যাকাউন্টে বলেছেন, তিনি তার দেহের সর্বোশক্তি ব্যবহার করে যখন মাছটিকে তুলে আনলেন তখন বিশালাকৃতির মুখের এই উলফফিসটিকে দেখে তিনি হতবাক হয়ে পড়েছিলেন।
এই মাছগুলো সাধারণত এক দশমিক এক মিটার পর্যন্ত লম্বা হয় এবং প্রায় ১৫ কেজি ওজনের হয়। কিন্তু হিরোশি যে মাছটি ধরেছেন সেটি প্রায় দুই মিটার লম্বা এবং মুখটি এমন বড় যাতে একটি মানুষের বাচ্চা স্থান করে নিতে পারবে।
এই প্রকান্ড মাছটি ২০১১ সালে ঘটে যাওয়া ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে সংঘটিত দুর্ঘটনার প্রভাব সামুদ্রিক জীবের উপর কেমন ছিল সে বিষয়ে নিয়ে প্রশ্নের উদ্রেক করেছে।
১৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস