মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭, ০৬:০২:১৮

মাত্র ১ টাকাতেই মিলছে সোনা, চলছে সোনা কেনার উত্‍সব!

মাত্র ১ টাকাতেই মিলছে সোনা, চলছে সোনা কেনার উত্‍সব!

এক্সক্লুসিভ ডেস্ক : ভারতে শুরু হয়ে গিয়েছে ধনতেরাস উত্‍সব। চলছে সোনা কেনার পর্ব। আর ধনতেরাস উপলক্ষেই সোনার উপর চলছে বিশেষ ছাড়। মাত্র ১ টাকাতেই মিলছে সোনা। মূলত ব্যবসায়ী পরিবারই এই উত্‍সবে সোনা কেনে।

তবে, ইদানিং সবাই ঝুঁকেছে সোনার দিকে। ফলে পেটিএম ও অ্যামাজনও বাজার ধরতে চাইছে। অ্যামাজন এর জন্য ডিসকাউন্ট চালু করেছে। ইকমার্সের সাহায্যে মালাবার, সেনকো গোল্ড, ব্লুস্টোন, জয়ালুক্কাস, পিএন গাড়গিল জুয়েলার্স, কামা জুয়েলারি ও এমএমটিসি-পিএএমপি চলে এসেছে হাতের মুঠোয়।

অনলাইনে এই সংস্থাগুলি থেকে করা যাবে শপিং। পাওয়া যাবে গোল্ড কয়েনও। ২২ ক্যারেট থেকে ২৪ ক্যারেট পর্যন্ত গোল্ড কয়েন পাওয়া যাচ্ছে। অ্যামাজনের সঙ্গে টক্কর দিতে নেমে পড়েছে পেটিএমও।

কমপক্ষে ১০ হাজার টাকার সোনা কিনলে পেটিএম ৩% অ্যাডিশনাল গোল্ড দিচ্ছে। ১০ হাজার টাকার কম সোনা কিনলে মিলবে ২% অ্যাডিশনাল গোল্ড। এছাড়াও গ্রাহকরা প্রোমো কোড GOLDFEST-এর সাহায্যেও পাচ্ছে অফার।

তবে পেটিএমের সবচেয়ে আকর্ষণীয় অফার হল ১ টাকায় সোনা। পেটিএমে সোনা কিনতে গেলে মাত্র ১ টাকা বিনিয়োগ করা যাবে। ওই ১ টাকায় যা সোনা পাওয়া যাবে, তা চলে আসবে আপনার ঘরে। বিভিন্ন ব্যাঙ্কও এই কর্মকাণ্ডে হাত মিলিয়েছে।

এইচ ডি এফ সি ক্রেডিট কার্ড ব্যবহার করে তানিশ্ক ও মিয়া থেকে গয়না কিনলে মিলছে ৫% ক্যাশব্যাক। এস বি আই ক্রেডিট কার্ড ব্যবহার করে মালাবার থেকে সোনা ও হীরে কিনলে ৫% ক্যাশব্যাক মিলছে। সূথ্র : কলকাতা ২৪
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে