মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭, ০৬:৪৯:০৫

৬০ বছর ধরে খাবার তোলেননি মুখে! জানেন, কী খেয়ে বেঁচে আছেন এই মহিলা ?

৬০ বছর ধরে খাবার তোলেননি মুখে!  জানেন, কী খেয়ে বেঁচে আছেন এই মহিলা ?

এক্সক্লুসিভ ডেস্ক : ৬০ বছর ধরে খাবার তোলেননি মুখে!  শিরোনাম পড়ে অবাক হয়ে যাচ্ছেন ? কিন্তু ঘটনাটি একেবারেই বাস্তব ৷ দীর্ঘ ৬০ বছর ধরে মুখে একেবারে অন্ন না তুলে দিব্য বেঁচে আছেন ৭৫-এর বুড়িমা ৷ জানেন, কী খেয়ে বেঁচে আছেন এই মহিলা ?

মধ্যপ্রদেশের ধামনাদ গ্রামের বাসিন্দা সরস্বতী বাঈয়ের ১৩ বছরে বিয়ে হয় গ্রামের প্রসাদ পাটিদারের সঙ্গে ৷ প্রথম সন্তান হওয়ার পর টাইফয়েড হয় সরস্বতী দেবীর ৷ তারপর থেকেই মুখে কিছুই তুলতে পারেন না সরস্বতী দেবী ৷ কিছু খেলেই বমি করে দেন ৷

তখন থেকেই শুধু জল ও চা খেয়েই বেঁচে আছেন ৭৫-এর সরস্বতী ৷ শারীরিক দিক থেকে একেবারেই দুর্বল নন তিনি ৷ দিব্য কাজ করেন ঘর সংসারের৷

কেউ দেখেও বুঝবেন না তিনি যে বেঁচে আছেন শুধুই জল ও চা খেয়ে ! গ্রামের লোক গোটা কাণ্ড দেখে অবাক ৷ অনেকে তো মনে করছেন সরস্বতী দেবীর মধ্যে নিশ্চয়ই রয়েছে অলৌকিক ক্ষমতা ! --নিউজ১৮

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে