বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭, ০৫:১৯:০৩

ব্যাগের ভেতরে লুকিয়ে থেকে অন্য ব্যাগ চুরি

ব্যাগের ভেতরে লুকিয়ে থেকে অন্য ব্যাগ চুরি

এক্সক্লুসিভ ডেস্ক : এক রহস্যে মাথা ঘুরে গেল পুলিশের। এমন ঘটনা তারা আগে দেখেননি। চিন্তাও করেননি। ব্যাগের ভেতরে লুকিয়ে থেকে অন্য ব্যাগ চুরি! তবে অবশেষে ধরতে পারলেন বিষয়টা। কোনো বাস থেকে ব্যাগ চুরি করতে চোর কী করবে?

এককথায় বলা যায়, কেউ যেন খেয়াল না করে, সেদিকটা মাথায় রেখেই তো সে হাত সাফাই করবে। কিন্তু এক লোকচক্ষুর আড়ালে থাকতে নিজেই ব্যাগের ভেতরে ঢুকে গেল! প্যারিস থেকে বিউভাইস বিমানবন্দরের বাসে যেতে সময় লাগে ৭৫ মিনিটের মতো। সেখানেই ঘটেছে এমন অদ্ভুত ঘটনা।

তবে বাসচালকের ঈগলের মতো চোখ থাকায় ঘটনাটি ধরা পড়ে। যাত্রীরা তো যার যার ব্যাগ নিয়ে বাসে উঠেছেন। কিন্তু একটি স্যুটকেস দারুণ সন্দেহজনক মনে হলো। ওটাকে কেউ একজন বাসে বড় ব্যাগ রাখার জায়গায় রেখে দিয়েছেন।

পরে পুলিশ জানায়, বড় আকারের একটি বাদামি রংয়ের ব্যাগ ওটা। ব্যাগটি নিজে নিজেই চলে। বয়ে বেড়াতে হয় না। বিউভাইস বিমানবন্দরে পাকড়াও করা হয় চোরকে। এক রোমানিয়ান পুরুষ। ব্যাগের ভেতরে লুকিয়ে থেকে সে ইতিমধ্যে একটি ছোট আকারের রাকস্যাক আর স্যুটকেস হাতিয়ে নিয়েছে সে।  

পরে অবশ্য আরেকজনকে পাওয়া গেছে। সে ওই ব্যাগটি বহন করছে এমন অভিনয় করতো। চুরি করা বেশ কিছু মালামালও মিলেছে। একটি কালো ব্যাগে মিলেছে দুটো ল্যাপটপ, নগদ অর্থ আর বেশ কিছু দামি জিনিস।  

দুই চোরের বয়স ৪০ এর আশপাশে। রোমানিয়াতেও একজনের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। যে লোকটি ব্যাগে লুকিয়ে ছিল, তাকে আদালত ৮ মাসের জেল দিয়েছে। অন্যজনকে দেওয়া হয়েছে ১ বছরের জেল। কারণ, দ্বিতীয়জনের আরো অপরাধের রেকর্ড রয়েছে। --এমিরেটস

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে