গোঁফ আমার, চুরির সাধ্য কার!
এক্সক্লুসিভ ডেস্ক : সখের বশে মানুষ কত কিছুই না করে থাকে। অনেকে গোঁফ রেখে নানা স্টাইল করে থাকে। কিন্তু এ গোঁফ চুরি হওয়ার নয়।
অনেকে নিজের মতো করে গোঁফের ধারণাও নিয়ে থাকেন। এবার দাড়ি-গোঁফ নিয়েই বিরাট বড় প্রতিযোগিতা বসবে আমেরিকার ব্রুকলিনে। চলতি সপ্তাহেই এ প্রতিযোগিতা হওয়ার কথা।
৩৬টি রাজ্য এবং ৭টি আলাদা আলাদা দেশ থেকে আসছেন সব প্রতিযোগী। সঙ্গে তাদের ঢাউস দাড়ি-গোঁফ। গত ছয় বছর ধরেই শুরু হয়েছে এ প্রতিযোগিতা।
কিন্তু ব্রুকলিন শহরে এ প্রতিযোগিতার আয়োজন হচ্ছে প্রথমবারের মত। তাই ছোট্ট শহরটায় টানটান উত্তেজনা। আমেরিকার ‘বেয়ার্ড টিম’ এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
মার্ক ম্যাকসেন বিভিন্ন জায়গায় তার গোঁফ দিয়েই বাজিমাত করে আসছেন। এবারো বাজিমাত করতে চান তিনি। জয় করতে চান ব্রুকলিনও। তিনি বলেছেন, ‘গোঁফ থাকতে হারব না’। আমার গোঁফ চুরির সাধ্য কার।
সূত্র : কলকাতা
৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�