রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ১১:২৬:১১

১৩শ’ বছরের পুরনো গাছে সারবে ক্যান্সার

১৩শ’ বছরের পুরনো গাছে সারবে ক্যান্সার

এক্সক্লুসিভ ডেস্ক : ১৩০০ বছরের পুরনো বিলুপ্তপ্রায় এমন গাছের সন্ধান পাওয়া গেল মধ্য চীনের হুনান প্রদেশে। চিরসবুজ প্রজাতির এই টেস্কাক চীনেনসিস গাছ ইয়ংঝোউ শহরের শুনহোয়াংশন জাতীয় বন পার্কে দেখতে পাওয়া গিয়েছে। উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে এই গাছগুলো চীনে রয়েছে প্রায় ২৫ লক্ষ বছর ধরে। খবর জি নিউজ। এই গাছের উচ্চতা ৩৫ মিটার। ব্যাস ২.২ মিটার। এই গাছটির পাশে আরও দুটি ছোট গাছ রয়েছে। যদিও এই গাছগুলি আকারে বড় হলেও, এর ফলের বীজ হয় কম সংখ্যক। এবং সেই বীজ থেকে নতুন গাছ জন্মানোর হারও বেশ কম। তাই যত দিন যাচ্ছে, সংখ্যায় কমছে এই গাছের পরিমাণ। যদিও স্থানীয় বাসিন্দারা তাদের সাধ্যমতো পরিচর্যা করেন এই গাছগুলোর। এই তিনটি গাছকেই স্থানীয় গ্রামবাসীরা সযত্নে আগলে রেখেছেন। তবে, চলতি বছরে হুনান প্রদেশে গাছ গোনার সময়, পাওয়া যায় এই বিশেষ গাছটি। পরে বিশেষজ্ঞরা ভাল করে পরীক্ষা করে দেখে বলেন, যে এই বিশেষ গাছটির বয়স ১৩০০ বছরেরও বেশি। এটি এমন একটি বিলুপ্ত বৃক্ষ, যার অস্তিত্ব এই পৃথিবীতে রয়েছে ২৫ লক্ষ বছর ধরে। এই গাছের বীজ রয়েছে। গরম ও আর্দ্র আবহাওয়াই এই গাছের উপযুক্ত। এই গাছ ক্যানসার প্রতিরোধে কার্যকর। তাই এই গাছ নির্বিচারে কাটা হতে থাকে। আর এভাবে কাটতে কাটতে গাছটি প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। ৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে