সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ১২:৫৯:৩৮

ক্যানসারে আক্রান্ত, তাই অর্ধাঙ্গীনি করলেন পুতুলকে

ক্যানসারে আক্রান্ত, তাই অর্ধাঙ্গীনি করলেন পুতুলকে

এক্সক্লুসিভ ডেস্ক : ক্যানসারে আক্রান্ত, তাই অর্ধাঙ্গীনি করলেন পুতুলকে। তিনি হলেন একজন ২৮ বছর বয়সী বেজিং পুরুষ। নিজে একটি মারণ রোগে ভুগছেন। যেকোন সময় মারা যে তে পারে তিনি তাই বিয়ে করে নিজের বিধবা বউকে পৃথিবীতে একা রেখে যেতে চান না। তাই বিয়ের সখ মেটালেন পুতুলকে বিয়ে করে। পুতুলটি তৈরি রবার দিয়ে। যা কখনই ভেঙে যাবে না বা নষ্ট হবে না। জীবন্ত মেয়ের মতোই দেখোবে পুতুলটিকে। তাকে কনের মতো সাজিয়ে বিয়ে করলেন এই বেজিং পুরুষটি। বিবাহ সম্পন্ন হওয়ার পর তার সঙ্গে ফটোও তুললেন তিনি। নিজের বউয়ের মতোই আচরণ করলেন পুতুলের সঙ্গে। নিজে ক্যানসারের মতো মরণ রোগে ভুগছেন। তাই নষ্ট করতে চাননি কারোর জীবন। আর হয়ত কয়েক দিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন তিনি। তাই কোনও জীবন্ত মেয়ে বিয়ে না করে পুতুলকেই বিয়ে করে নিলেন। বিয়ের সমস্ত প্রথাও ঠিক মতোই পালন করলেন তিনি। প্রকাশ্যে আসার পর ঘটনাটি রীতিমত সংবেদনশীল হয়ে ওঠে চীনের সমস্ত স্থানে। ৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে