এক্সক্লুসিভ ডেস্ক : ভাগ্য পরীক্ষার জন্য লাকি এয়ারের একটি ফ্লাইটে বসেই ইঞ্জিনে বেশ কয়েকটি কয়েন ফেলেছিলেন এক চীনা নারী (৭৬)। চীনের পূর্বাঞ্চলীয় এলাকা এনকিংয়ের বিমাবন্দরে গত বুধবার ঘটেছে এ ঘটনা।
এরপর বিমানের দায়িত্বরত কর্মীরা বিষয়টা বুঝতে পারার পর ফ্লাইট স্থগিত করে দেন। দক্ষিণাঞ্চলীয় এলাকা কুনমিংয়ের উদ্দেশ্যে পরবর্তী ফ্লাইটটি ওই দিন আর ছাড়াই হয়নি। তাদের বৃহস্পতিবার সকালে কুনমিংয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়া হয়। কিন্তু তাদের সঙ্গে ৭৬ বয়সী সেই বৃদ্ধা ছিলেন না। তাকে আটক করে রেখেছে পুলিশ।
গত জুনে ৮০ বছরের এক বৃদ্ধাকে একই অপরাধে আটক করা হয়। তিনিও ভাগ্য পরীক্ষার জন্য ইঞ্জিনে নয়টি কয়েন ফেলেছিলেন। সাংহাইয়ের পুদং আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা পরে ওই নারীকে আটক করে। কুসংস্কারবশত ওই নারী এমনটা করেছিলেন।
সাউথ চায়না এয়ারলাইন্সের ফ্লাইটটি পরে ছয় ঘণ্টা পিছিয়ে দেয়া হয়। ---ফক্স এইট
এমটিনিউজ২৪/এম.জে/এস