সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ০৩:০৩:৪৬

হঠাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে মুক্ত করবে অ্যাপ

 হঠাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে মুক্ত করবে অ্যাপ

এক্সক্লুসিভ ডেস্ক : কাল পর্যন্তও মানুষটি সম্পূর্ণ সুস্থ ছিল। কিন্তু ভোর রাতে হঠাৎ হার্ট অ্যাটাকে তার মৃত্যু। এমন ঘটনা এখন হর হামেশাই ঘটছে। জীবন যতই ব্যস্ত হচ্ছে ততই বাড়ছে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার প্রবণতা। এখন হার্টের অসুখ হওয়ার জন্য ৬০ কিংবা ৭০ বছর বয়স লাগে না ৩৫ পেরোলেই আপনি ঢুকে যাচ্ছেন ডেঞ্জার জোনে। জীবন যখন ব্যস্ত তখন সমস্যার সমাধানও হতের মুঠোয় থাকা উচিত। হঠাৎ হার্ট অ্যাটাক হলে আপনাকে সাহায্য করতে এসে গিয়েছে অ্যাপ। কী কাজ করবে এই অ্যাপ? নতুন এই স্মার্টফোন অ্যাপ্লিকেশন আপনার যোগাযোগ করাবে উদ্ধারকার্তার সঙ্গে। যারা জীবনদায়ী এইডি নিয়ে পৌছে যাবেন আপনার কাছে। এইডি-এসওএস নামের এই অ্যাপটি তৈরি করেছেন জাপানের গবেষকরা। আপনার আশেপাশে উদ্ধারকর্তা বা রেসকিউয়ারের কাছে বার্তা পৌছলেই তিনি আপনার কাছে এইডি পাঠিয়ে দেবেন। কত কম সময়ে রোগীর কাছে এইডি পৌছনো যায় এই অ্যাপের সাহায্যে এখন সেই চেষ্টাই করছেন গবেষকরা। ৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে